Meaning of "Tangible":
A
Abstract
B
Real and touchable
C
Invisible
D
Imaginary
উত্তরের বিবরণ
Correct answer: Tangible means able to be touched or real.
-
Tangible
-
Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
-
English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.
-
Other options:
-
Option A) Abstract
-
Bangla Meaning: বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
-
English Meaning: difficult to understand : abstruse.
-
-
Option C) Invisible
-
Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
-
English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.
-
-
Option D) Imaginary
-
Bangla Meaning: কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
-
English Meaning: existing only in imagination : lacking factual reality.
-

0
Updated: 1 day ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
The word 'disinterested' means-
Created: 1 month ago
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 1 month ago
Choose the word most opposite in meaning to “Laconic”:
Created: 2 days ago
A
Brief
B
Silent
C
Verbose
D
Terse
সঠিক উত্তর হলো গ) Verbose। কারণ এটি Laconic-এর বিপরীত শব্দ। যেখানে Laconic মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, সেখানে Verbose মানে অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলা বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
-
Correct Answer: গ) Verbose
-
Bangla Meaning: বাক্স্পর্শী, অতিরিক্ত শব্দ ব্যবহারকারী
-
English Meaning: Using more words than needed; wordy or long-winded
-
-
Laconic
-
Bangla Meaning: সংক্ষিপ্ত, কম কথা বলা
-
English Meaning: Using very few words; brief and to the point
-
-
অন্যান্য অপশন:
-
ক) Brief
-
Bangla Meaning: সংক্ষিপ্ত
-
English Meaning: Short in duration or expression; concise
-
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব
-
English Meaning: Not speaking or making noise
-
-
ঘ) Terse
-
Bangla Meaning: সরল ও সংক্ষিপ্ত
-
English Meaning: Brief and direct in a way that may seem rude or unfriendly
-
-
ঙ) Reserved
-
Bangla Meaning: সংযত, নির্দিষ্ট
-
English Meaning: Slow to reveal emotion or opinions; restrained
-
-

0
Updated: 2 days ago