Meaning of "Tangible":
A
Abstract
B
Real and touchable
C
Invisible
D
Imaginary
উত্তরের বিবরণ
Correct answer: Tangible means able to be touched or real.
-
Tangible
-
Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
-
English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.
-
Other options:
-
Option A) Abstract
-
Bangla Meaning: বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
-
English Meaning: difficult to understand : abstruse.
-
-
Option C) Invisible
-
Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
-
English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.
-
-
Option D) Imaginary
-
Bangla Meaning: কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
-
English Meaning: existing only in imagination : lacking factual reality.
-
0
Updated: 1 month ago
'Emulate' is a/an:
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.
0
Updated: 1 month ago
'Blockbuster' means-
Created: 4 months ago
A
A large solid piece of store
B
A device to cut off a person's head as a punishment
C
Something that makes movement difficult
D
A powerful explosive to demolish buildings
Blockbuster (Noun)
English Meaning:
1. a very large high-explosive bomb
2. one that is notably expensive, effective, successful, large, or extravagant
3. one who engages in blockbusting
Bangla Meaning:
1. শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একসঙ্গে অনেক দালানকোঠা ধ্বংস করতে পারে;
2. (লাক্ষণিক) কোনো ঘটনার ফল আকস্মিকভাবে প্রভাবিত করতে পারে এমন প্রবল কোনো বস্তু; (বিশেষত America(n))
3. এমন ব্যক্তি যে ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো এলাকার লোকজনকে তাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago
জোর যার মুল্লুক তার।
Choose the correct Proverb-
Created: 1 month ago
A
Misfortune never comes alone.
B
Might is right.
C
Money begets money.
D
More haste, less speed.
• Correct answer: Might is right.
• Might is right.
- জোর যার মুল্লুক তার।
Other options:
• Misfortune never comes alone.
- বিপদ কখনও একা আসে না।
• Money begets money.
- টাকায় টাকা আনে।
• More haste, less speed.
- বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।
0
Updated: 1 month ago