Change to comparative degree:
This solution is effective.
A
This solution is more effective than the previous one.
B
This solution is most effective than the previous one.
C
This solution is effectiveer than the previous one.
D
This solution is the effective.
উত্তরের বিবরণ
Correct Answer: This solution is more effective than the previous one.
-
“Effective” একটি বহু-অক্ষরের বিশেষণ, তাই এর তুলনা রূপ “-er” যোগ করে নয়, “more” ব্যবহার করে তৈরি করতে হয়।
-
তুলনা বুঝাতে than বসেছে।
-
Option A-তে more effective সঠিক Comparative Degree এবং than ব্যবহার করে তুলনা করা হয়েছে।
-
Option B-তে ভুলভাবে Superlative most effective ব্যবহার হয়েছে than সঙ্গে, যা ভুল।
-
Option C-তে effectiveer নামে কোনো শব্দ নেই, এটি ভুল।
-
Option D অসম্পূর্ণ এবং সঠিক তুলনামূলক বাক্য গঠন করা হয়নি।

0
Updated: 1 day ago
Make the following sentence in comparative degree: No other girl is as clever as Rima.
Created: 2 weeks ago
A
Rima is cleverer than any girl.
B
Rima is cleverer than any other girl.
C
Rima is the cleverest girl.
D
Rima is more clever than every girl.
Positive → Comparative Degree রূপান্তর:
-
মূল বাক্য: No other girl is as clever as Rima
-
অর্থ: Rima অন্য সব মেয়ের চেয়ে clever
-
Comparative গঠন: Subject + verb + comparative adjective + than + any other + singular noun
সঠিক রূপ:
Rima is cleverer than any other girl.
বিকল্পগুলো:
-
(ক) Rima is cleverer than any girl → ভুল, কারণ এতে রিমাকেও তুলনায় আনা হচ্ছে
-
(গ) Rima is the cleverest girl → superlative degree, প্রশ্ন comparative চাইছে
-
(ঘ) Rima is more clever than every girl → ভুল নয়, তবে “cleverer than any other girl” বেশি প্রাধান্য পায়

0
Updated: 2 weeks ago
No other river in Bangladesh is as long as the Padma. (Make it comparative)
Created: 2 days ago
A
Padma is longer than most other river in Bangladesh.
B
Padma is longer than other river in Bangladesh.
C
Padma is longer than any other river in Bangladesh.
D
Padma is longer than the any other river in Bangladesh.
No other যুক্ত Positive Degree কে Comparative Degree-এ রূপান্তরের নিয়ম:
-
Sentence-এর শেষের Subject প্রথমে বসানো হবে।
-
প্রদত্ত Verb রাখা হবে।
-
Positive Degree-এর Comparative Degree বসানো হবে।
-
than any other ব্যবহার করা হবে।
-
No other থেকে Verb-এর পূর্ব পর্যন্ত অংশ বাক্যের শেষে বসানো হবে।
উদাহরণ:
-
Positive Degree: No other river in Bangladesh is as long as the Padma.
-
Comparative Degree: Padma is longer than any other river in Bangladesh.
Note: মাঝে মাঝে as এর পরিবর্তে so ব্যবহার করা হয় negative অর্থ বোঝাতে।

0
Updated: 2 days ago
The more you read, ____ you learn.
Created: 1 month ago
A
little
B
the many
C
the more
D
better
The correct answer is - গ) the more.
Complete sentence: The more you read, the more you learn.
• Comparative Degree:
- দুটি noun বা pronoun- এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective- এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।
- যত-তত/ আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি Adverb Comparative Degree এর প্রত্যেকটির পূর্বে The বসে।
- Structure: The + Comparative +--, the + Comparative +---
• More examples:
- The more you read, the more you learn.
- The sooner, the better.
- The more you exercise, the better your health will be.

0
Updated: 1 month ago