রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
A
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
B
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
C
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
D
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরের বিবরণ
• কৃষ্ণকান্তের উইল:
- কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়।
- তিনটি চরিত্রে ত্রিভুজ প্রেমের কাহিনি বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।
উল্লেখযোগ্য চরিত্র:
- রোহিনী,
- ভ্রমর এবং
- গোবিন্দলাল।
---------------------------------
• 'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন।
- এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্র’র স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।
প্রধান চরিত্রগুলো হলো:
- বিনোদিনী,
- মহেন্দ্র,
- আশালতা,
- বিহারী,
- রাজলক্ষী প্রমুখ।
--------------------------
• 'চরিত্রহীন' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত।
- উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।
- গল্পটিতে চারটি নারী চরিত্র রয়েছে।
তার মধ্যে দুটি প্রধান চরিত্র:
- সাবিত্রী ও
- কিরণময়ী।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাস এবং 'চরিত্রহীন' উপন্যাস।
0
Updated: 3 months ago
'প্রভাত চিন্তা', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Created: 5 months ago
A
কালীপ্রসন্ন সিংহ
B
কালীপ্রসন্ন ঘোষ
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
এস ওয়াজেদ আলী
কালীপ্রসন্ন ঘোষ
কালীপ্রসন্ন ঘোষ ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা জেলার বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাগ্মী, সাংবাদিক, লেখক এবং পন্ডিত। তাঁর সাংবাদিক জীবনের শুরু হয় ঢাকার ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠিত ‘ঢাকা শুভসাধিনী সভা’ এর মুখপত্র ‘শুভসাধিনী’ সম্পাদনার মাধ্যমে।
কালীপ্রসন্ন ঘোষ দর্শন এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তাঁর কয়েকটি প্রসিদ্ধ প্রবন্ধ হলো—
-
প্রভাত-চিন্তা
-
নিভৃত-চিন্তা
-
নারীজাতিবিষয়ক প্রস্তাব
-
নিশীথ-চিন্তা
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
-
ভ্রান্তিবিনোদ
-
প্রমোদলহরী
-
ভক্তির জয়
-
মা না মহাশক্তি
-
জানকীর অগ্নিপরীক্ষা
-
ছায়াদর্শন
অতিরিক্তভাবে, তিনি ‘সঙ্গীতমঞ্জরী’ নামে একটি আধ্যাত্মিক সঙ্গীত সংকলন এবং ‘কোমল কবিতা’ নামে একটি শিশুপাঠ্য গ্রন্থও রচনা করেছেন।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
চতুরঙ্গ
B
চার অধ্যায়
C
নৌকাডুবি
D
ঘরে বাইরে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ১৮৬১-১৯৪১ সালে জীবিত, একজন বহুপ্রতিভাবান ব্যক্তি যিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত।
তিনি মূলত কবি হিসেবেই বিশ্বব্যাপী স্বীকৃত, এবং ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম এই গৌরব অর্জন করেন। রবীন্দ্রনাথ মোট বারোটি উপন্যাস রচনা করেছেন।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হলো চতুরঙ্গ, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
এটি তাঁর সর্বশেষ উপন্যাস, যা সাধু ভাষায় লেখা।
-
চতুরঙ্গ সমালোচকদের মধ্যে বিশেষভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, কারণ প্রথমে এটি মাসিক পত্রিকা **‘সবুজপত্র’**ে ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
প্রথম প্রকাশের সময় প্রতিটি অধ্যায় আলাদা আলাদা গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এই গল্পগুলোর নাম ছিল জ্যাঠামশায়, শচীশ, দামিনী, শ্রীবিলাস।
উপন্যাসের মূল চরিত্রগুলো:
-
জ্যাঠামশায়
-
শচীশ
-
দামিনী
-
শ্রীবিলাস
-
তৎকালীন ‘সবুজপত্র’ পাঠকরা ভাবতেন যে তারা আলাদা আলাদা গল্প পড়ছেন, কিন্তু পরে জানা যায় এগুলো ছিল এককভাবে চতুরঙ্গ উপন্যাসের অংশ।
-
রবীন্দ্রনাথ নিজেই উপন্যাসটির সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করেছেন: “এই বইখানির নাম চতুরঙ্গ। ‘জ্যাঠামশায়’, ‘শচীশ’, ‘দামিনী’ ও ‘শ্রীবিলাস’ ইহার চারি অংশ।”
0
Updated: 1 month ago
'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
কালাে বরফ
B
খেলাঘর
C
অনুর পাঠশালা
D
জীবন আমার বােন
মাহমুদুল হক বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, যিনি বাংলা সাহিত্যের একজন শক্তিশালী কথাশিল্পী হিসেবে পরিচিত। তাঁর লেখনশৈলী এবং শব্দচয়নের নিখুঁত মুনশিয়ানা পাঠকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।
-
বাংলা সাহিত্যে অবদান: মাহমুদুল হককে বাংলার কথাসাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়।
-
লেখনশৈলী: তাঁর ভাষা ও শব্দচয়নের ব্যবহার অত্যন্ত সূক্ষ্ম ও প্রাঞ্জল।
-
প্রধান উপন্যাসসমূহ:
-
কালো বরফ: দেশবিভাগের প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত।
-
জীবন আমার বোন: বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
খেলাঘর: মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী।
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
-
-
জীবন আমার বোন উপন্যাসের তথ্য:
-
মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
-
কেন্দ্রীয় চরিত্র জাহিদুল কবির খোকা, একজন নির্লিপ্ত ও জীবন পলাতক ব্যক্তি।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ।
-
0
Updated: 1 month ago