Synonym of "Ravenous":
A
Hungry
B
Sleepy
C
Angry
D
Weak
উত্তরের বিবরণ
Correct answer: Hungry.
Ravenous
-
Bangla Meaning: ক্ষুধার্ত; বুভুক্ষিত।
-
English Meaning: very eager or greedy for food, satisfaction, or gratification.
A) Hungry
-
Bangla Meaning: ক্ষুধার্ত; ক্ষুধিত; বুভুক্ষু; ক্ষুধাতুর; ক্ষুধা-উদ্রেককর।
-
English Meaning: feeling an uneasy or painful sensation from lack of food : feeling hunger.
Other options:
B) Sleepy
-
Bangla Meaning: নিদ্রালু; নিদ্রাতুর।
-
English Meaning: ready to fall asleep.
C) Angry
-
Bangla Meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
-
English Meaning: feeling or showing anger.
D) Weak
-
Bangla Meaning: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
-
English Meaning: mentally or intellectually deficient.
0
Updated: 1 month ago
The synonym of ambition is-
Created: 1 week ago
A
indifference
B
desire
C
aimlessness
D
purposelessness
মানুষের জীবনে ambition এমন এক গুণ যা তাকে উন্নতির পথে চালিত করে। এটি কোনো কাজ, লক্ষ্য বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা বোঝায়। তাই “ambition” শব্দটির সমার্থক শব্দ নির্ধারণ করতে গেলে এমন একটি শব্দ বেছে নিতে হয় যা একইভাবে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে।
desire শব্দটি ambition-এর অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ। ambition যেমন কোনো লক্ষ্য অর্জনের তীব্র বাসনা, desire-ও তেমন কিছু পাওয়ার বা অর্জনের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে। নিচে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হলো।
-
ambition বোঝায় একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দৃঢ় ইচ্ছা বা সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
-
desire অর্থ কোনো কিছু পাওয়ার প্রবল বাসনা বা চাওয়া।
-
দুই শব্দেই একটি অন্তর্নিহিত প্রেরণা ও উদ্দীপনা আছে যা মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে।
-
অন্যদিকে, indifference, aimlessness, ও purposelessness শব্দগুলো ambition-এর বিপরীত অর্থ প্রকাশ করে।
-
indifference মানে উদাসীনতা বা কোনো কিছুর প্রতি আগ্রহহীনতা।
-
aimlessness বোঝায় লক্ষ্যহীনতা বা উদ্দেশ্য ছাড়া চলা।
-
purposelessness অর্থ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য না থাকা।
-
অতএব, “ambition”-এর সমার্থক শব্দ হলো desire, কারণ উভয়েই প্রবল ইচ্ছা ও লক্ষ্যপূরণের মানসিক তাগিদ প্রকাশ করে যা মানুষকে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।
0
Updated: 1 week ago
Select the synonym of 'Noxious':
Created: 1 month ago
A
Confuse
B
Harmful
C
Wise
D
Flexible
Correct answer: খ) Harmful
Explanation:
-
Noxious:
-
English meaning: poisonous or harmful
-
Bangla meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
Other options:
-
ক) Confuse: গুলিয়ে ফেলা; বিভ্রান্ত করা
-
গ) Wise: জ্ঞানী; প্রাজ্ঞ; বিচক্ষণ
-
ঘ) Flexible: নমনশীল; আনম্য; নমনীয়
Conclusion: ‘Noxious’ এর সমার্থক শব্দ হলো Harmful।
0
Updated: 1 month ago
The synonym of the word 'Deteriorate'.
Created: 1 month ago
A
Ameliorate
B
Degrade
C
Manifest
D
Enhance
The synonym of the word ‘Deteriorate’ is Degrade
Deteriorate (verb)
-
English meaning: To become progressively worse; to decline in quality or condition over time.
-
Bangla meaning: অবনতি ঘটা বা ঘটানো
Synonyms:
-
Worsen – খারাপ হওয়া; দুর্বল হওয়া
-
Degrade – পদ বা মর্যাদাহানি করা; অশ্রদ্ধেয়/অধঃপাতিত করা
-
Decline – ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া
-
Degenerate – পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া
Antonyms:
-
Improve – উন্নতি বা উৎকর্ষ লাভ করা
-
Enhance – বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)
-
Ameliorate – অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা
-
Strengthen – শক্তিশালী হওয়া বা করে তোলা
Other options:
-
Manifest – সুস্পষ্টভাবে দেখানো বা প্রতীয়মান করা
-
‘Deteriorate’ শব্দটি সাধারণত কোনো বস্তু, অবস্থা বা মানের ক্রমশ অবনতি হওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago