তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
A
অপাদান কারক
B
করণ কারক
C
কর্ম কারক
D
সম্বন্ধ কারক
উত্তরের বিবরণ
• সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এই কারকে শব্দের সঙ্গে '-র', -এর',
'-য়ের', '-কার',
'-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন -
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।

0
Updated: 1 day ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
ইংরেজি ভাষার শব্দ নয় কোনটি?
Created: 3 days ago
A
ফ্ল্যাগশিপ
B
ফ্যাসিস্ট
C
ফ্লাইওভার
D
ফ্যাক্ট্রি
বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি ভাষা থেকে অনেক শব্দ গ্রহণ করা হয়েছে। নিচে কয়েকটি শব্দের উৎস, পদপ্রকৃতি ও অর্থ দেওয়া হলো।
-
ফ্যাসিস্ট (বিশেষণ পদ)
-
উৎস: ইতালিয়ান ভাষা
-
অর্থ: স্বৈরশাসক
-
ইংরেজি শব্দ: Fascist
-
-
ফ্ল্যাগশিপ (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: নৌবাহিনীর অ্যাডমিরাল বা অধিনায়ককে বহনকারী নির্দিষ্ট নৌযান
-
ইংরেজি শব্দ: flagship
-
-
ফ্লাইওভার (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: অন্য কোনো সড়ক বা রেলপথ অতিক্রমের জন্য তার ওপর দিয়ে উঁচু করে নির্মিত উড়াল সড়ক বা উড়ালসেতু
-
ইংরেজি শব্দ: flyover
-
-
ফ্যাক্ট্রি (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: কাঁচামাল প্রক্রিয়াজাত করার কারখানা
-
ইংরেজি শব্দ: factory
-

0
Updated: 3 days ago
‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
Created: 1 month ago
A
চলিত
B
সাধু
C
প্রাকৃত
D
কোল
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । 'অদ্য' শব্দের চলিত রুপ হলো এখন।

0
Updated: 1 month ago