”একটু বাইরে বেড়িয়ে আসা যাক।” বাক্যটির কর্তাবাচ্য রূপ কী হবে?
A
একটু বাইরে বেড়িয়ে আসি
B
একটু বাহিরে বেড়িয়ে আসো
C
একটু বাইরে বেড়িয়ে আসা হোক
D
একটু বাইরে বেড়িয়ে এসো
উত্তরের বিবরণ
• ভাববাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসা যাক।
• কর্তাবাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসি।
উল্লেখ্য,
- ভাববাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
যেমন
• ভাববাচ্য: এবার বাঁশিটি বাজানো হোক।
• কর্তাবাচ্য: এবার বাঁশিটি বাজাও।

0
Updated: 1 day ago
গুরুচণ্ডালী দোষে বাক্যের কোন গুণ লোপ পায়?
Created: 1 week ago
A
আসত্তি
B
যোগ্যতা
C
আকাঙ্ক্ষা
D
প্রসাদগুণ
• গুরুচণ্ডালী দোষ:
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এদোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন:
গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ। কিন্তু যদি বলা হয় গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
”বিদ্বানকে সকলেই আদর করে।” বাক্যটির কর্মবাচ্য রূপ কী হবে?
Created: 11 hours ago
A
বিদ্বান সকলের দ্বারা আদৃত হয়।
B
বিদ্বানকে সকলে আদৃত করে।
C
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
D
বিদ্বানকে সকলে সমাদৃত করে।
• কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য
- কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে-
- কর্তায় তৃতীয়া , কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়।
যেমন:
• কর্তৃবাচ্য: বিদ্বানকে সকলেই আদর করে।
• কর্মবাচ্য: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
• কর্তৃবাচ্য: খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
• কর্মবাচ্য: বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।
• কর্তৃবাচ্য: মুবারক পুস্তক পাঠ করছে।
• কর্মবাচ্য: মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।

0
Updated: 11 hours ago
”খুব সকালে ঘুম থেকে উঠতাম।” বাক্যটি কোন কালের উদাহরণ?
Created: 11 hours ago
A
নিত্য অতীত
B
ঘটমান অতীত
C
সাধারণ অতীত
D
পুরাঘটিত অতীত
• নিত্য অতীত:
- অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন
- খুব সকালে ঘুম থেকে উঠতাম।
- তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
উল্লেখ্য,
• অতীত কাল:
- অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে অতীত কাল বলে।
অতীত কাল চার প্রকার:
- সাধারণ অতীত,
- ঘটমান অতীত,
- পুরাঘটিত অতীত এবং;
- নিত্য অতীত।

0
Updated: 11 hours ago