”বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।।” - বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
A
অপাদান কারক
B
সম্বন্ধ কারক
C
করণ কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
অধিকরণ কারক হলো সেই কারক যা কোনো ক্রিয়া বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত স্থানের, সময়ের, বিষয়বস্তুর বা ভাবের নির্দেশ দেয়।
উদাহরণ:
-
বাবা বাড়িতে আছেন।
-
বিকাল পাঁচটায় অফিসে ছুটি হবে।
-
সোমা বাংলা ব্যাকরণে ভালো।
এখানে ‘বাড়িতে’, ‘অফিসে’, ‘বাংলা ব্যাকরণে’ হলো অধিকরণ কারক, কারণ এগুলো স্থান, কাল ও বিষয়ে নির্দেশ করছে।
0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
উল্লিখিত
B
আইনজীবী
C
উপরোক্ত
D
জাদুঘর
অশুদ্ধ বানান: উপরোক্ত
শুদ্ধ বানান: উপরিউক্ত
অর্থ: ওপরে বা পূর্বে উল্লেখিত; উপর্যুক্ত।
অন্য উদাহরণ:
-
উল্লিখিত
-
আইনজীবী
-
জাদুঘর
উৎস:
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
ভাষার মূল উপকরণ-
Created: 8 hours ago
A
শব্দ
B
বাক্য
C
ধ্বনি
D
বর্ণ
ভাষা হলো মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম, আর এই ভাব সম্পূর্ণভাবে প্রকাশের জন্য প্রয়োজন হয় একটি সুনির্দিষ্ট কাঠামো। সেই কাঠামোটি হলো বাক্য, যা ভাষার মূল উপকরণ হিসেবে কাজ করে।
ভাষার সবচেয়ে ক্ষুদ্র একক হলো ধ্বনি, যা অর্থ প্রকাশে সাহায্য করে না, বরং শব্দ তৈরির উপাদান।
শব্দ অর্থবাহী হলেও তা দিয়ে ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় না যদি না বাক্যে রূপ নেওয়া হয়।
বাক্য হলো এমন ভাষাগত গঠন যেখানে কর্তা, ক্রিয়া, ও অন্যান্য অংশ মিলিয়ে একটি পূর্ণ অর্থ বা ভাব প্রকাশিত হয়।
তাই ভাষার মাধ্যমে চিন্তা বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে বাক্যই মূল উপকরণ হিসেবে গণ্য হয়।
0
Updated: 8 hours ago
”বিদ্বানকে সকলেই আদর করে।” বাক্যটির কর্মবাচ্য রূপ কী হবে?
Created: 1 month ago
A
বিদ্বান সকলের দ্বারা আদৃত হয়।
B
বিদ্বানকে সকলে আদৃত করে।
C
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
D
বিদ্বানকে সকলে সমাদৃত করে।
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তর করতে হলে কর্তাকে তৃতীয় পুরুষে, কর্মকে প্রথমা বা শূন্য বিভক্তিতে এবং ক্রিয়াকে কর্মের অনুসারী করতে হয়। এটি বাংলা বাক্যরচনার একটি নিয়ম যা বাক্যের কর্তা ও কর্মের সম্পর্ক পরিবর্তন করে।
-
উদাহরণ:
-
কর্তৃবাচ্য: বিদ্বানকে সকলেই আদর করে।
কর্মবাচ্য: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। -
কর্তৃবাচ্য: খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
কর্মবাচ্য: বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে। -
কর্তৃবাচ্য: মুবারক পুস্তক পাঠ করছে।
কর্মবাচ্য: মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
-
0
Updated: 1 month ago