”বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।।” - বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
A
অপাদান কারক
B
সম্বন্ধ কারক
C
করণ কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
• অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত '-এ',
'-য়', '-য়ে',
'-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন
• বাবা বাড়িতে আছেন।
• বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
• সোমা বাংলা ব্যাকরণে ভালো।

0
Updated: 1 day ago
'যতিচিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 1 week ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাক্যতত্ত্ব হলো ভাষার এমন একটি শাখা, যেখানে বাক্য এবং তার গঠন, নির্মাণ ও ব্যবহার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
-
বাক্যতত্ত্বে বাক্যের নির্মাণ ও গঠন প্রধান আলোচ্য বিষয়।
-
এটি ব্যাখ্যা করে বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
-
এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বিষয়ও এখানে অন্তর্ভুক্ত।
-
এছাড়া কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বিষয়ও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

0
Updated: 1 week ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 1 week ago
নিচের কোনটি ”দন্ত্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
Created: 6 hours ago
A
ফ
B
ম
C
ভ
D
ত
• দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে,
- ফ, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

0
Updated: 6 hours ago