”মা শিশু কে চাঁদ দেখাচ্ছেন”- বাক্যে ”দেখাচ্ছেন” কোন ক্রিয়ার উদাহরণ?
A
সংযোগ ক্রিয়া
B
যৌগিক ক্রিয়া
C
প্রযোজক ক্রিয়া
D
নামক্রিয়া
উত্তরের বিবরণ
প্রযোজক ক্রিয়া হলো সেই ক্রিয়া যেখানে কর্তা নিজে কাজটি সরাসরি না করে অন্যকে করিয়ে কাজ সম্পন্ন করান।
উদাহরণ:
-
মা শিশু কে চাঁদ দেখাচ্ছেন।
এখানে ‘দেখাচ্ছেন’ হলো প্রযোজক ক্রিয়া, কারণ মা কাজটি নিজে না করে শিশুকে মাধ্যমে করাচ্ছেন।
0
Updated: 1 month ago
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ -
Created: 1 month ago
A
অহঃ+অহ
B
অহ+রহঃ
C
অহর+হ
D
অহঃ+রহ
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অহঃ + অহ
সন্ধির নিয়ম:
-
অ-কারের পরে র্-জাত বিসর্গ থাকলে, উপর্যুক্ত ধ্বনিসমূহের যেকোনো একটি থাকলে বিসর্গ স্থানে 'র' ধ্বনি হয়।
উদাহরণ:
-
অন্তঃ + গত → অন্তর্গত
-
অহঃ + অহ → অহরহ
-
পুনঃ + উক্ত → পুনরুক্ত
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 2 months ago
কোনটি বাংলা উপসর্গ?
Created: 1 month ago
A
নিম
B
অতি
C
পাতি
D
অভি
উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে, ‘পাতি’ একটি বাংলা উপসর্গ, যার অর্থ হলো ক্ষুদ্র অর্থে।
উদাহরণ:
-
পাতিহাঁস
-
পাতিশিয়াল
-
পাতিলেবু
-
পাতকুয়ো
-
পাতিকাক
উপসর্গের শ্রেণিবিভাগ:
-
বাংলা ভাষায় ব্যবহৃত সকল উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশির ভাগ উপসর্গ এসেছে সংস্কৃত থেকে, এছাড়া কিছু উপসর্গ এসেছে বিদেশি ভাষা থেকে।
-
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার:
১. বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. বাংলা উপসর্গ:
-
বর্তমানে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি।
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, গ্র, রাম, স, সা, সু, হা।
-
শব্দ গঠন উদাহরণ:
-
অ + কাজ = অকাজ
-
অঘা + চন্ডী = অঘাচন্ডী
-
তর + … (যেমন আরও অন্যান্য শব্দ গঠন সম্ভব)
-
0
Updated: 1 month ago