A
চণ্ডীমঙ্গল
B
মনসামঙ্গল
C
ধর্মমঙ্গল
D
অন্নদামঙ্গল
উত্তরের বিবরণ
মনসামঙ্গল হলো বাংলা মঙ্গলকাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এক সৃষ্টি।
-
এই কাব্য ‘পদ্মাপুরাণ’ নামেও পরিচিত।
-
এটি মূলত সাপের দেবী মনসার স্তব, তার অলৌকিক ক্ষমতা, কাহিনি এবং উপাখ্যানে রচিত।
-
কাব্যের কেন্দ্রে রয়েছে চাঁদ সওদাগরের মনসা দেবীর বিরোধিতা ও পরে তার অলৌকিক শক্তির সামনে নতিস্বীকার—এই বশ্যতাই মূল আখ্যান হিসেবে উঠে আসে।
-
দেবতা ও মানুষের দ্বন্দ্বের মাধ্যমে এখানে সামাজিক শ্রেণীবৈষম্য ফুটে উঠেছে, আর চাঁদ ও মনসার সংঘাতে প্রতিফলিত হয়েছে আর্য-অনার্য সাংস্কৃতিক দ্বন্দ্ব।
-
মনসামঙ্গলের প্রাচীনতম কবি হিসেবে পরিচিত কানা হরিদত্ত।
-
এছাড়াও এই ধারায় উল্লেখযোগ্য রচয়িতাদের মধ্যে আছেন: বিজয়গুপ্ত, বিপ্রদাস, পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস ও ক্ষেমানন্দ প্রমুখ।
কাব্যের উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
চাঁদ সওদাগর – প্রধান পুরুষ চরিত্র ও মনসার বিরোধী
-
বেহুলা – লখিন্দরের স্ত্রী, সংগ্রামী নারী
-
লখিন্দর – চাঁদের পুত্র, মনসার অভিশাপে মৃত্যুবরণ করে
-
সনকা – চাঁদের পত্নী
-
মনসা – সাপের দেবী, অলৌকিক শক্তির অধিকারী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 week ago
A
জননী
B
সূর্য-দীঘল বাড়ী
C
সারেং বৌ
D
হাজার বছর ধরে
• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'।
- জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
• উপন্যাসের অন্যান্য চরিত্র:
- হাসু,
- মায়মুন,
- শাফি,
- ডা. রমেশ চক্রবর্তী,
-মোরল গদু ইত্যাদি।
---------------------
• আবু ইসহাক:
- আবু ইসহাক কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা। জন্ম শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে, ১৯২৬ সালের ১ নভেম্বর।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
- পরে কলিকাতার সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় তাঁর বিভিন্ন রচনা প্রকাশিত হয়।
- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।
• আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস:
- পদ্মার পলিদ্বীপ,
- জাল।
• গল্পগ্রন্থ:
- হারেম,
- মহাপতঙ্গ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'প্রভাত চিন্তা', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Created: 2 months ago
A
কালীপ্রসন্ন সিংহ
B
কালীপ্রসন্ন ঘোষ
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
এস ওয়াজেদ আলী
কালীপ্রসন্ন ঘোষ
কালীপ্রসন্ন ঘোষ ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা জেলার বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাগ্মী, সাংবাদিক, লেখক এবং পন্ডিত। তাঁর সাংবাদিক জীবনের শুরু হয় ঢাকার ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠিত ‘ঢাকা শুভসাধিনী সভা’ এর মুখপত্র ‘শুভসাধিনী’ সম্পাদনার মাধ্যমে।
কালীপ্রসন্ন ঘোষ দর্শন এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তাঁর কয়েকটি প্রসিদ্ধ প্রবন্ধ হলো—
-
প্রভাত-চিন্তা
-
নিভৃত-চিন্তা
-
নারীজাতিবিষয়ক প্রস্তাব
-
নিশীথ-চিন্তা
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
-
ভ্রান্তিবিনোদ
-
প্রমোদলহরী
-
ভক্তির জয়
-
মা না মহাশক্তি
-
জানকীর অগ্নিপরীক্ষা
-
ছায়াদর্শন
অতিরিক্তভাবে, তিনি ‘সঙ্গীতমঞ্জরী’ নামে একটি আধ্যাত্মিক সঙ্গীত সংকলন এবং ‘কোমল কবিতা’ নামে একটি শিশুপাঠ্য গ্রন্থও রচনা করেছেন।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Created: 2 weeks ago
A
চণ্ডীমঙ্গল
B
মনসামঙ্গল
C
ধর্মমঙ্গল
D
অন্নদামঙ্গল
মনসামঙ্গল হলো বাংলা মঙ্গলকাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এক সৃষ্টি।
-
এই কাব্য ‘পদ্মাপুরাণ’ নামেও পরিচিত।
-
এটি মূলত সাপের দেবী মনসার স্তব, তার অলৌকিক ক্ষমতা, কাহিনি এবং উপাখ্যানে রচিত।
-
কাব্যের কেন্দ্রে রয়েছে চাঁদ সওদাগরের মনসা দেবীর বিরোধিতা ও পরে তার অলৌকিক শক্তির সামনে নতিস্বীকার—এই বশ্যতাই মূল আখ্যান হিসেবে উঠে আসে।
-
দেবতা ও মানুষের দ্বন্দ্বের মাধ্যমে এখানে সামাজিক শ্রেণীবৈষম্য ফুটে উঠেছে, আর চাঁদ ও মনসার সংঘাতে প্রতিফলিত হয়েছে আর্য-অনার্য সাংস্কৃতিক দ্বন্দ্ব।
-
মনসামঙ্গলের প্রাচীনতম কবি হিসেবে পরিচিত কানা হরিদত্ত।
-
এছাড়াও এই ধারায় উল্লেখযোগ্য রচয়িতাদের মধ্যে আছেন: বিজয়গুপ্ত, বিপ্রদাস, পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস ও ক্ষেমানন্দ প্রমুখ।
কাব্যের উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
চাঁদ সওদাগর – প্রধান পুরুষ চরিত্র ও মনসার বিরোধী
-
বেহুলা – লখিন্দরের স্ত্রী, সংগ্রামী নারী
-
লখিন্দর – চাঁদের পুত্র, মনসার অভিশাপে মৃত্যুবরণ করে
-
সনকা – চাঁদের পত্নী
-
মনসা – সাপের দেবী, অলৌকিক শক্তির অধিকারী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago