অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের কয়টি মৌলিক শর্ত রয়েছে?
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
উত্তরের বিবরণ
আইনের শাসন
-
অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের মৌলিক তিনটি শর্ত রয়েছে—
ক) আইনের দৃষ্টিতে সবাই সমান।
খ) আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা।
গ) শুনানি গ্রহণ ছাড়া কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। -
এই তিনটি শর্ত পূরণ হলেই বলা যায় যে, আইনের শাসন কার্যকর হয়েছে।
-
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন—
-
ন্যায়পরায়ণ আচরণ,
-
নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ,
-
নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ।
-

0
Updated: 1 day ago
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
Created: 3 weeks ago
A
রাজনীতি
B
বুদ্ধিজীবী সম্প্রদায়
C
সংবাদ মাধ্যম
D
যুবশক্তি
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমকে “চতুর্থ স্তম্ভ” বলা হয়। কারণ, সংবাদমাধ্যম রাষ্ট্র ও সমাজে সত্য ঘটনা তুলে ধরে জনগণকে সচেতন করে তোলে।
তবে সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার না হয়, কিংবা যদি কোনো স্বার্থে অসত্য বা ভ্রান্ত তথ্য ছড়ানো হয়, তবে তা জাতি ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
বিখ্যাত ব্যক্তিদের মতামত:
-
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা থমাস জেফারসন একবার বলেছিলেন—
“আমাকে যদি বিকল্প দেওয়া হয়— সংবাদপত্রবিহীন সরকার, নাকি সরকারবিহীন সংবাদপত্র— তবে আমি দ্বিতীয়টিই বেছে নেব।” -
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন—
“চারটি আক্রমণাত্মক সংবাদপত্র হাজার বেয়নেটের চেয়েও ভয়ংকর।” -
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, যেখানে স্বাধীন গণমাধ্যম থাকে, সেখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সুযোগ থাকে না।
গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান স্তম্ভসমূহ:
সংবাদমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও, মূলত গণতান্ত্রিক শাসনব্যবস্থা তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এগুলো হলো—
১. আইন বিভাগ
২. শাসন বিভাগ
৩. বিচার বিভাগ
এই তিনটি স্তম্ভ একে অপরকে ভারসাম্য বজায় রেখে শাসনকার্য পরিচালনায় সহায়তা করে।
উৎস: কালের কণ্ঠ, ১০ জানুয়ারি ২০১৮, পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
"সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা" কোন ধরনের মূল্যবোধ?
Created: 6 days ago
A
নৈতিক মূল্যবোধ
B
অর্থনৈতিক মূল্যবোধ
C
সামাজিক মূল্যবোধ
D
ধর্মীয় মূল্যবোধ
নৈতিক মূল্যবোধ
সংজ্ঞা:
নৈতিক মূল্যবোধ হলো সেই মনোভাব ও আচরণ যা মানুষের মধ্যে নীতি, উচিত-অনুচিত বোধ এবং কল্যাণকর কাজ করার চেতনা জন্ম দেয়। শিশু প্রথমে এটি পরিবার থেকে শিখে।
উদাহরণ:
-
সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা
-
অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা
-
অন্যকে বিরত রাখতে পরামর্শ দেওয়া
-
দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো
-
অসহায় ও ঋণগ্রস্থ মানুষকে সাহায্য করা

0
Updated: 6 days ago
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস নয় কোনটি?
Created: 6 days ago
A
বিচারকের রায়
B
বিজ্ঞানসম্মত আলোচনা
C
সার্বভৌমের আদেশ
D
ন্যায়বিচার
আইনের উৎস (অধ্যাপক হল্যান্ডের মতে)
অধ্যাপক হল্যান্ড আইনের উৎস ৬টি হিসেবে উল্লেখ করেছেন:
১. প্ৰথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা

0
Updated: 6 days ago