সামাজিক মূল্যবোধ
-
সামাজিক মূল্যবোধ সমাজের অন্যতম ভিত্তি।
-
মূল্যবোধ হলো বিশ্বাস, আদর্শ ও নীতির সমষ্টি, যা ব্যক্তিকে নির্দিষ্ট কাজে পরিচালিত করে এবং অন্যের কাজের ভাল-মন্দ বিচারের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।
-
মূল্যবোধ ব্যক্তি, দল, পরিবার, সমষ্টি, সমাজ, পেশা ও প্রতিষ্ঠান—সকল স্তরেই বিদ্যমান।
সামাজিক মূল্যবোধ গঠনের উপাদানসমূহ
-
ভৌগোলিক পরিবেশ
-
জলবায়ু
-
স্থানীয় কৃষ্টি
-
ধর্মীয় বিশ্বাস
-
যুদ্ধ
-
সমস্যা
-
চাহিদা
-
সম্পদ
পার্থক্য উদাহরণ
-
বাংলাদেশের সমাজে কুশল বিনিময়ের জন্য সালাম, নমস্কার অথবা আদাব ব্যবহার করা হয়।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে একই উদ্দেশ্যে বলা হয় Good morning, Good afternoon অথবা Good evening।
-
অর্থাৎ, এক সমাজের সামাজিক মূল্যবোধ অন্য সমাজ থেকে সহজেই আলাদা করা যায়।
উৎস:
i) পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) সমাজকল্যাণ ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।