A
গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
B
গাছপালা O₂ ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
C
দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই
D
ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তরের বিবরণ
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতিটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের প্রায় ১৭ শতাংশ।
আমাদের দেশের প্রেক্ষাপটে বনায়নের গুরুত্ব অনেক। কারণ—
-
গাছপালা পরিবেশে অক্সিজেন সরবরাহ করে, যা বাতাসকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে এবং জীবজগতের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
গাছপালা বহু ক্ষুদ্র প্রাণী ও পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হয়।
-
গাছপালা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষসহ অন্যান্য জীবকে সুরক্ষা প্রদান করে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ-
Created: 2 weeks ago
A
লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
B
শূন্য ঘর নীরব থাকে
C
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
D
শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
শব্দ হল একটি যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা বস্তুর কম্পনের মাধ্যমে সৃষ্টি হয়। যখন একটি ঘরে বেশি মানুষ বা আসবাবপত্র থাকে, তখন শব্দের অনেকাংশ সেগুলোর মাধ্যমে শোষিত হয়, ফলে শব্দের আওয়াজ কমে যায়।
তাই লোকভর্তি ঘরে শব্দের শোষণ বেশি হওয়ায় শব্দের গতি ও আওয়াজ ক্ষীণ অনুভূত হয়। অপরদিকে, শূন্য বা খালি ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ তুলনামূলকভাবে বেশি প্রবল শোনা যায়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
শূন্যতায়
B
লোহা
C
পানি
D
বাতাস
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, যার জন্য চলার পথে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। এটি শূন্য মাধ্যমে ছড়াতে পারে না, অর্থাৎ মহাশূন্যে শব্দের বেগ শূন্য থাকে। শব্দের গতি মূলত তার চলার মাধ্যমের ওপর নির্ভর করে।
মাধ্যম অনুযায়ী শব্দের বেগের তারতম্য দেখা যায়:
-
কঠিন পদার্থে শব্দ সবচেয়ে দ্রুত গতি অর্জন করে। যেমন, লোহা ও ইস্পাতের ভেতর দিয়ে শব্দ খুব দ্রুত ছড়ায়।
-
তরল পদার্থে, যেমন পানিতে, শব্দের গতি তুলনামূলকভাবে কম হয় কঠিনের চেয়ে।
-
বায়বীয় পদার্থে, যেমন বাতাসে, শব্দের গতি আরও কম হয়।
-
আর শূন্য মাধ্যমে (যেখানে কোনো কণার অস্তিত্ব নেই), শব্দ একেবারেই ছড়াতে পারে না।
এইভাবে দেখা যায়, শব্দের গতি সবচেয়ে বেশি কঠিনে, তারপর তরলে, এরপর গ্যাসে, এবং শূন্যে একদমই নয়।
উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান পাঠ্যবই

0
Updated: 1 week ago
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
Created: 2 weeks ago
A
পাশাপাশি দুটো দাঁতের দাগ
B
অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
C
ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
D
ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
বিষধর সাপে কাটা গেলে শরীরে যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা শনাক্ত করা জরুরি। সাধারণভাবে বিষধর সাপের দুটি বিষ দাঁত থাকে। এই দাঁতের দংশনের ফলে শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়, যেমন:
-
দংশিত স্থানে দুটি সূক্ষ্ম দাঁতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়,
-
ক্ষতস্থান থেকে রক্তপাত হতে থাকে এবং তা অস্বাভাবিকভাবে ফুলে যায় ও তীব্র ব্যথা অনুভূত হয়,
-
কখনো কখনো পুরো শরীরে ফোলা দেখা দিতে পারে,
-
আক্রান্ত ব্যক্তি খাবার বা পানি গিলতে কষ্ট পায়, শ্বাস নিতে সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে এবং চোখের পাতা ভারী হয়ে আসে বা বন্ধ হয়ে যায়।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।

0
Updated: 2 weeks ago