A
সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
B
বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
C
নদ-নদীর পানি কমে যেতে পারে
D
ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তরের বিবরণ
[গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।]
গ্রিনহাউজ প্রতিক্রিয়া ও তার প্রভাব
পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, যার প্রধান কারণ গ্রিনহাউজ প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য ঠান্ডা অঞ্চলে জমে থাকা বরফ গলতে শুরু করে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় এবং বাংলাদেশসহ পৃথিবীর অনেক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে।
গ্রিনহাউজ প্রভাব কী?
গ্রিনহাউজ একটি স্বচ্ছ কাঁচের তৈরি ঘর, যেখানে কৃত্রিমভাবে একটি নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করে গাছপালা উৎপাদন করা হয়। সূর্যের আলো এই ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু সেই তাপ সহজে বাইরে বের হতে পারে না। ফলে ঘরের ভেতর উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়।
পৃথিবীকেও একধরনের প্রাকৃতিক গ্রিনহাউজ বলা যায়। সূর্য থেকে আগত তাপ পৃথিবীর পৃষ্ঠে পড়ে এবং কিছু অংশ ফিরে যেতে চাইলেও, গ্রিনহাউজ গ্যাসগুলোর কারণে তা পুরোপুরি বের হতে পারে না। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রা বাড়ার প্রক্রিয়াকেই গ্রিনহাউজ প্রতিক্রিয়া বলা হয়।
বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিনহাউজ গ্যাস
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়, যা মূলত গ্রিনহাউজ প্রভাবের একটি ফলাফল। বিভিন্ন গ্রিনহাউজ গ্যাস যেমন—কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লোরো কার্বন (CFC), ওজোন (O₃) ও জলীয়বাষ্প এই উষ্ণায়নের জন্য দায়ী।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Created: 1 day ago
A
উষ্ণতা থেকে রক্ষার জন্য
B
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
C
আলো থেকে রক্ষার জন্য
D
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
গ্রিন হাউজ
-
শীতের সময় বেশি ঠান্ডা থেকে গাছকে বাঁচাতে কাঁচ দিয়ে তৈরি এক ধরনের ঘর বানানো হয়।
-
এই কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউজ।
-
এতে সূর্যের আলো ভেতরে ঢুকে ঘরের ভিতরটা গরম রাখে, যা গাছের জন্য উপকারি।
-
তাই ঠান্ডা জায়গায় গাছ বাঁচিয়ে রাখতে গ্রিন হাউজে গাছ লাগানো হয়।

0
Updated: 1 day ago