C++ কে সঠিকভাবে উপস্থাপন করে এমন অপশন কোনটি?
A
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
B
মার্কআপ ভাষা
C
ফাংশনাল প্রোগ্রামিং ভাষা
D
প্রোসিডিউরাল প্রোগ্রামিং ভাষা
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: ক) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
C++ একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) ভাষা, যা C ভাষার উপর ভিত্তি করে তৈরি। এই ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে "অবজেক্ট",
যার মাধ্যমে ডেটা ও ফাংশন একত্রে সংগঠিত করা যায়। C++-এ ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদি
OOP ধারণাগুলো ব্যবহার করে সফটওয়্যারকে আরও মডুলার, রিইউজেবল এবং পরিচালনাযোগ্য করা যায়। যদিও এটি প্রোসিডিউরাল প্রোগ্রামিংও সমর্থন করে, তবে এর শক্তিশালী
OOP ফিচারের জন্য একে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হিসেবে ধরা হয়। তাই অপশনগুলোর মধ্যে ‘অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা’ হল সঠিক উত্তর।
• সি++:
- সি++ এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোট্রুপ
(Biarne Stroustrup) যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরোটরিতে (AT&T Bell Laboratary) এটি ডেভেলপ করেন।
- মূলত সিমলা ৬৭ এবং
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা কোনটি?
Created: 1 week ago
A
SaaS
B
IaaS
C
PaaS
D
Raas
ক্লাউড কম্পিউটিংয়ে অবকাঠামোগত সেবা (IaaS) হলো এমন একটি সেবা যেখানে ব্যবহারকারীকে নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রদান করে, আর ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল ও চালাতে পারেন।
IaaS (Infrastructure as a Service)
-
এটি ক্লাউড কম্পিউটিংয়ের Infrastructure ভিত্তিক সেবা।
-
ব্যবহারকারী হার্ডওয়্যার মেইনটেইন না করেও নিজস্ব অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারেন।
উদাহরণ
-
Amazon EC2
-
Google Cloud Storage
-
Rackspace
অন্যান্য ক্লাউড সেবা
SaaS (Software as a Service)
-
এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা, যেখানে ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
-
আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হয় না।
-
উদাহরণ: Google Docs, Microsoft 365, Yahoo! Mail, Zoho
PaaS (Platform as a Service)
-
এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা, যেখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন।
-
সার্ভার বা OS মেইনটেইন করতে হয় না; ক্লাউড সেবাদাতা প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেস, ওয়েব সার্ভার ইত্যাদি প্রদান করে।
-
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Services, Heroku, Salesforce Platform
RaaS ক্লাউড কম্পিউটিংয়ের কোনো সেবা নয়।

0
Updated: 1 week ago
SQL-এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল

0
Updated: 2 weeks ago
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (RDBMS) কোনো ডেটা টেবিলের প্রতিটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন কী ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
প্রাইমারি কী
B
ফরেন কী
C
কম্পোজিট কী
D
কম্পোজিট প্রাইমারি কী
ডেটাবেজে প্রতিটি রেকর্ডকে সনাক্ত করার জন্য কী ফিল্ড ব্যবহৃত হয়, যা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করে। ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত তিন ধরনের হয়: প্রাইমারি কী, কম্পোজিট কী এবং ফরেন কী। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
-
প্রাইমারি কী:
-
যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে।
-
উদাহরণ: একটি শ্রেণির শিক্ষার্থীদের রোল নম্বর একটিই থাকে, তাই রোল নম্বরটি প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হয়।
-
-
ফরেন কী:
-
কোনো একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তাহলে ঐ কী-কে ফরেন কী বলা হয়।
-
ফরেন কীর মাধ্যমে একটি টেবিলের সঙ্গে অন্য টেবিলের রিলেশন বা সম্পর্ক স্থাপন করা যায়।
-
-
কম্পোজিট প্রাইমারি কী:
-
যখন কোনো ডেটাবেজ ফাইলে কোনো একক প্রাইমারি কী থাকে না, তখন একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
-
এ ধরনের কী-কে কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড বলা হয়।
-
উৎস:

0
Updated: 1 week ago