চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
A
চণ্ডীমঙ্গল
B
মনসামঙ্গল
C
ধর্মমঙ্গল
D
অন্নদামঙ্গল
উত্তরের বিবরণ
মনসামঙ্গল হলো বাংলা মঙ্গলকাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এক সৃষ্টি।
-
এই কাব্য ‘পদ্মাপুরাণ’ নামেও পরিচিত।
-
এটি মূলত সাপের দেবী মনসার স্তব, তার অলৌকিক ক্ষমতা, কাহিনি এবং উপাখ্যানে রচিত।
-
কাব্যের কেন্দ্রে রয়েছে চাঁদ সওদাগরের মনসা দেবীর বিরোধিতা ও পরে তার অলৌকিক শক্তির সামনে নতিস্বীকার—এই বশ্যতাই মূল আখ্যান হিসেবে উঠে আসে।
-
দেবতা ও মানুষের দ্বন্দ্বের মাধ্যমে এখানে সামাজিক শ্রেণীবৈষম্য ফুটে উঠেছে, আর চাঁদ ও মনসার সংঘাতে প্রতিফলিত হয়েছে আর্য-অনার্য সাংস্কৃতিক দ্বন্দ্ব।
-
মনসামঙ্গলের প্রাচীনতম কবি হিসেবে পরিচিত কানা হরিদত্ত।
-
এছাড়াও এই ধারায় উল্লেখযোগ্য রচয়িতাদের মধ্যে আছেন: বিজয়গুপ্ত, বিপ্রদাস, পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস ও ক্ষেমানন্দ প্রমুখ।
কাব্যের উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
চাঁদ সওদাগর – প্রধান পুরুষ চরিত্র ও মনসার বিরোধী
-
বেহুলা – লখিন্দরের স্ত্রী, সংগ্রামী নারী
-
লখিন্দর – চাঁদের পুত্র, মনসার অভিশাপে মৃত্যুবরণ করে
-
সনকা – চাঁদের পত্নী
-
মনসা – সাপের দেবী, অলৌকিক শক্তির অধিকারী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
'সৃষ্টিরহস্য' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
আরজ আলী মাতুব্বর
B
আহমদ শরীফ
C
হুমায়ূন আজাদ
D
ড. আনিসুজ্জামান
আরজ আলী মাতুব্বর
-
আরজ আলী মাতুব্বর ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ ও স্বশিক্ষিত দার্শনিক।
-
তিনি ১৩০৭ বঙ্গাব্দের ৩ পৌষ বরিশাল জেলার লামচরি গ্রামে জন্মগ্রহণ করেন।
-
গ্রামের মক্তবে কয়েক মাস লেখাপড়া করার পর নিজ প্রচেষ্টায় নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন।
-
তিনি মূলত বস্তুবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। মানবজীবন, প্রকৃতি-পরিবেশ, জড়জগৎ ও বিশ্ব-সংসার থেকে পাঠ নিয়ে তিনি নিজস্ব মতবাদ গড়ে তোলেন।
-
তাঁর রচনায় মুক্তচিন্তা ও যুক্তিবাদী দর্শনের ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
-
১৩৯২ বঙ্গাব্দের ১ চৈত্র তিনি বরিশালেই মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
সৃষ্টিরহস্য (১৯৭৭)
-
সত্যের সন্ধান (১৯৭৩)
-
মুক্তমন (১৯৮৮)
0
Updated: 1 month ago
'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
Created: 1 month ago
A
আবদুল কাদের
B
খতিব মিয়া
C
আক্কাস আলী
D
আরেফ আলী
চাঁদের অমাবস্যা (১৯৬৪) উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেছেন, যা মূলত একটি মনোসমীক্ষণমূলক রচনা। উপন্যাসটিতে লেখক আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারের চরিত্রকে কেন্দ্র করে মানুষের অন্তর্জীবনের জটিলতা এবং সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি তুলে ধরেছেন।
একটি অপরাধমূলক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের প্রধান প্রতিপাদ্য বিষয়।
উপন্যাসের গুরুত্বপূর্ণ দিকগুলো:
-
চরিত্র আরেফ আলী মধ্য দিয়ে মানুষের অন্তরঙ্গ মানসিকতা ও সমাজের প্রভাব উপস্থাপন।
-
গ্রামীণ জীবনের সামাজিক ও নৈতিক জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে।
-
অপরাধ ও এর প্রত্যক্ষ প্রভাবের মাধ্যমে মানবিক মনস্তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে।
সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
লালসালু (১৯৪৮)
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian
0
Updated: 1 month ago
'প্রভাত চিন্তা', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Created: 5 months ago
A
কালীপ্রসন্ন সিংহ
B
কালীপ্রসন্ন ঘোষ
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
এস ওয়াজেদ আলী
কালীপ্রসন্ন ঘোষ
কালীপ্রসন্ন ঘোষ ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকা জেলার বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাগ্মী, সাংবাদিক, লেখক এবং পন্ডিত। তাঁর সাংবাদিক জীবনের শুরু হয় ঢাকার ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠিত ‘ঢাকা শুভসাধিনী সভা’ এর মুখপত্র ‘শুভসাধিনী’ সম্পাদনার মাধ্যমে।
কালীপ্রসন্ন ঘোষ দর্শন এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। তাঁর কয়েকটি প্রসিদ্ধ প্রবন্ধ হলো—
-
প্রভাত-চিন্তা
-
নিভৃত-চিন্তা
-
নারীজাতিবিষয়ক প্রস্তাব
-
নিশীথ-চিন্তা
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
-
ভ্রান্তিবিনোদ
-
প্রমোদলহরী
-
ভক্তির জয়
-
মা না মহাশক্তি
-
জানকীর অগ্নিপরীক্ষা
-
ছায়াদর্শন
অতিরিক্তভাবে, তিনি ‘সঙ্গীতমঞ্জরী’ নামে একটি আধ্যাত্মিক সঙ্গীত সংকলন এবং ‘কোমল কবিতা’ নামে একটি শিশুপাঠ্য গ্রন্থও রচনা করেছেন।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago