E-Governance কে 'SMART Government' বলে অভিহিত করেছেন কে?
A
বারবার কোনাবল
B
আব্রাহাম লিংকন
C
কফি আনান
D
চন্দ্রবাবু নাইডু
উত্তরের বিবরণ
E-Governance (Electronic Governance)
-
E-Governance-এর পূর্ণরূপ হলো Electronic Governance।
-
সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম উদ্যোগগুলির একটি হলো ই-গভর্নেন্স।
-
ই-গভর্নেন্সের মূল লক্ষ্য হলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা।
-
এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।
-
ই-গভর্নেন্স ব্যবস্থায় নাগরিকরা স্বল্প ব্যয়ে, ঝামেলাবিহীনভাবে, সপ্তাহে সাত দিন, দিনে চব্বিশ ঘণ্টা সরকারি সেবা পেতে পারে।
-
এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আসে, দুর্নীতি হ্রাস পায় এবং কার্যত সুশাসন নিশ্চিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সুশাসন প্রতিষ্ঠা।
-
সরকারের জবাবদিহিতা বৃদ্ধি।
-
সরকারের স্বচ্ছতা বৃদ্ধি।
-
সরকারের দক্ষতা বৃদ্ধি।
চন্দ্রবাবু নাইডুর SMART Government ধারণা:
-
ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু E-Governance-কে SMART Government বলে অভিহিত করেন।
-
তাঁর মতে, SMART এর পূর্ণরূপ হলো:
-
S = Simple (সহজ সরল)
-
M = Moral (নৈতিক আদর্শপূর্ণ)
-
A = Accountable (জবাবদিহিমূলক)
-
R = Responsive (সংবেদনশীল/দ্রুত সাড়া প্রদানকারী)
-
T = Transparent (স্বচ্ছ)
-
0
Updated: 1 month ago
উদারনৈতিক গণতন্ত্রে সাম্য বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
নির্দিষ্ট জাতির অগ্রাধিকার
B
ধর্মভিত্তিক অধিকার
C
কেবল অর্থনৈতিক সাম্য
D
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার
সাম্যের ধারণা হলো এমন একটি নীতিগত ও সামাজিক ধারণা যা মানুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করে। সাম্য শব্দটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এবং বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক মতাদর্শে এর ব্যাখ্যা পাওয়া যায়।
-
প্রাচীন গ্রীসের নগররাষ্ট্র প্রসঙ্গে প্লেটোর লেখনীতে সাম্যবাদের উল্লেখ আছে।
-
আধুনিক যুগে কার্ল মার্কস ব্যক্তিগত সম্পত্তি বিলোপ করে সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেছেন।
-
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব, যা বিপ্লবের মূল্য লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় সাম্য বলতে বোঝায় মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনের উপযোগী সুযোগ-সুবিধা সমানভাবে পাওয়া।
-
উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।
-
অধ্যাপক হ্যারল্ড লাস্কি অনুযায়ী, সকলের সামনে যথার্থ সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত রাখা সাম্য নিশ্চিত করে।
-
অর্থাৎ, সাম্য এমন একটি অবস্থা বা পরিবেশ যেখানে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং নিজের বিকাশ ঘটাতে সক্ষম হয়।
0
Updated: 1 month ago
নৈতিকতার উৎপত্তি ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে এসেছে— কে এই মত দেন?
Created: 1 month ago
A
B
জোনাথান হেইট
C
জন রলস
D
প্লেটো
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
-
নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয় এবং এটি মানবমনের উচ্চ গুণাবলি।
-
নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
-
ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকেই নৈতিকতার বিকাশ ঘটে।
গুরুত্বপূর্ণ কিছু প্রামাণ্য সংজ্ঞা
-
সক্রেটিস বলেছেন: “সৎ গুণই জ্ঞান (Virtue is knowledge)।” তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান (knowledge) আর অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা (ignorance)।
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন: “ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।”
0
Updated: 1 month ago
কোন মূল্যবোধ চর্চার মাধ্যমে নাগরিকেরা নিজ-নিজ অধিকার ভোগ ও কর্তব্য সম্পাদনে তৎপর হয়?
Created: 1 month ago
A
ব্যক্তিগত মূল্যবোধ
B
সামাজিক মূল্যবোধ
C
রাজনৈতিক মূল্যবোধ
D
গণতান্ত্রিক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব
-
সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।
মূল দিকসমূহ:
-
গণতান্ত্রিক মূল্যবোধ মানুষকে সহনশীলতার শিক্ষা দেয়, যা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
-
অন্যের মতামত বিশেষ করে বিরুদ্ধ মত সহ্য ও বিবেচনা করা গণতন্ত্রকে ত্বরান্বিত করে।
-
এহেন মূল্যবোধসম্পন্ন নাগরিক সৃষ্টি হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
-
এটি নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করে।
-
গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নাগরিককে অধিকার ভোগ ও কর্তব্য সম্পাদনে তৎপর করে।
-
সমাজে সাম্য প্রতিষ্ঠার জন্য এর গুরুত্ব অপরিসীম। এ মূল্যবোধসম্পন্ন ব্যক্তি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি সমান দৃষ্টি দেয়।
-
জাতীয় স্বার্থ সংরক্ষণে গণতান্ত্রিক মূল্যবোধ কার্যকর ভূমিকা পালন করে। দ্বন্দ্ব ভুলে ঐক্যমতে পৌঁছানো কেবল এ মূল্যবোধ চর্চার মাধ্যমেই সম্ভব।
-
সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কার্যসম্পাদনকারীদের গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হওয়া জরুরি।
-
গণতান্ত্রিক মূল্যবোধে উদ্দীপ্ত ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকে।
0
Updated: 1 month ago