বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনৈতিক ও জনসংখ্যাগত পরিস্থিতি নিম্নরূপ:
-
মাথাপিছু আয়: ২,৮২০ ডলার
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার
-
মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন
বিবিএস প্রকাশিত, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমান কত? [ আগস্ট, ২০২৫]
A
২,৮৫০ মার্কিন ডলার
B
২,৭২০ মার্কিন ডলার
C
২,৬৭১ মার্কিন ডলার
D
২,৬৬০ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
GATT চুক্তির কোন রাউন্ডের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়?
Created: 1 month ago
A
উরুগুয়ে রাউন্ড
B
টোকিও রাউন্ড
C
কেনেডি রাউন্ড
D
জেনেভা রাউন্ড
GATT চুক্তির রাউন্ড ১৯৪৭ থেকে ১৯৯৩ সালের মধ্যে মোট ৮টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
GATT রাউন্ডসমূহ:
জেনেভা রাউন্ড (Geneva Round)
অ্যানেসি রাউন্ড (Annecy Round)
টরকুয়ে রাউন্ড (Torquay Round)
জেনেভা রাউন্ড II (Geneva II Round)
ডিলন রাউন্ড (Dillon Round)
কেনেডি রাউন্ড (Kennedy Round)
টোকিও রাউন্ড (Tokyo Round)
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round)
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):
GATT রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ
সংলাপ চলেছিল ৮ বছর ধরে, শুরু: সেপ্টেম্বর ১৯৮৬
সমাপ্তি: ১৫ এপ্রিল, ১৯৯৪, GATT চুক্তি সংশোধনের মাধ্যমে
ফলস্বরূপ, নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়
১৯৯৫ সালে এর ভিত্তিতে World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয়
0
Updated: 1 month ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 1 month ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
গণতান্ত্রিক ব্যবস্থায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Created: 1 month ago
A
সেনাবাহিনী
B
রাজনৈতিক দল
C
বিচার বিভাগ
D
স্থানীয় সরকার
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটি বহুদলীয় গণতন্ত্র, যেখানে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান তথ্যগুলো হলো:
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
স্বাধীনতার সূচনালগ্নেই দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫-১৯৯১ সালে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল।
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত এবং এটি এককক্ষ বিশিষ্ট।
0
Updated: 1 month ago