বিবিএস প্রকাশিত, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমান কত? [ আগস্ট, ২০২৫]
A
২,৮৫০ মার্কিন ডলার
B
২,৭২০ মার্কিন ডলার
C
২,৬৭১ মার্কিন ডলার
D
২,৬৬০ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)সর্বশেষ রিপোর্ট:
- মাথাপিছু আয়- ২,৮২০ ডলার।
- মাথাপিছু জিডিপি- ২,৬৭১ মার্কন ডলার।
- মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন।

0
Updated: 1 day ago
বাংলাদেশের ’নারী ও শিশু নির্যাতন দমন আইন’ পাস হয় কত সালে?
Created: 4 days ago
A
২০০২ সালে
B
২০০৫ সালে
C
২০০০ সালে
D
২০০১ সালে
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
-
আইনটির উদ্দেশ্য হলো নারী ও শিশুদের উপর সংঘটিত নির্যাতনমূলক অপরাধ কঠোরভাবে দমন করা।
-
আইনের ধারা সংখ্যা: ৩৫টি।
-
আইনটি পরিচিতি: “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” নামে অভিহিত।
-
আইনের প্রাধান্য: অন্যান্য আইন থাকলেও, এই আইনের বিধানাবলী প্রধান ও বলবৎ হবে।

0
Updated: 4 days ago
চাকমাদের গ্রাম প্রধানের উপাধি-
Created: 1 day ago
A
হেডম্যান
B
আদাম
C
কার্বারী
D
সার্কেল প্রধান
চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম ক্ষুদ্র জাতিসত্তা, যার নিজস্ব সামাজিক ও প্রশাসনিক কাঠামো রয়েছে। তারা বিভিন্ন জেলা ও প্রতিবেশী দেশেও বিস্তৃতভাবে বসবাস করছে।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় চাকমাদের বসতি রয়েছে।
-
চাকরি বা অন্যান্য কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চাকমাদের বসতি দেখা যায়।
-
প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লী-তেও অনেক চাকমা বসবাস করে।
-
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা মিলিয়ে গঠিত হয়েছে চাকমা সার্কেল, যার প্রধানকে বলা হয় চাকমা চীফ বা চাকমা রাজা।
-
পার্বত্য চট্টগ্রামের আরও দুটি সার্কেল, যেগুলিও চাকমাদের মৌজার সমন্বয়ে গঠিত।
-
চাকমা ভাষায় গ্রামকে ‘আদাম’ বা ‘পাড়া’ বলা হয়।
-
গ্রাম প্রধানের উপাধি হলো ‘কার্বারী’।
-
কয়েকটি গ্রাম মিলিয়ে গঠিত হয় মৌজা, যার প্রধানকে বলা হয় হেডম্যান।
-
হেডম্যানের দায়িত্বের মধ্যে রয়েছে খাজনা আদায়, সামাজিক বিরোধের বিচার, এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের কল্যাণ দেখভাল।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংবিধানের ৪১নং অনুচ্ছেদ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 5 days ago
A
বাক-স্বাধীনতা
B
ধর্মীয় স্বাধীনতা
C
চলাফেরার স্বাধীনতা
D
সমাবেশের স্বাধীনতা
ধর্মীয় স্বাধীনতা – বাংলাদেশ সংবিধান (অনুচ্ছেদ ৪১)
-
ধারার সীমাবদ্ধতা: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার প্রতি সম্মান রেখে।
মূল বিষয়বস্তু:
-
ধর্ম অবলম্বন ও প্রচার:
-
প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
-
ধর্মীয় প্রতিষ্ঠান:
-
প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
-
শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ:
-
কোনো ব্যক্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কার্যকলাপের সাথে সম্পর্কিত না হয়, তবে তাকে ঐ কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই অধিকার রদ করা যায় না।
-
সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা

0
Updated: 5 days ago