একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম? [ আগস্ট, ২০২৫]
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
উত্তরের বিবরণ
বাংলাদেশ একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যদিও সাম্প্রতিক সময়ে এর বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমেছে।
-
তৃতীয় অবস্থানে: ভিয়েতনাম
-
শীর্ষ অবস্থানে: চীন, যার বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমেছে
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
কৃষিশুমারি সম্পর্কিত তথ্য:
-
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
পাকিস্তান আমলে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
কৃষিশুমারির সময়কাল:
১. ১৯৭৭
২. ১৯৮৩-৮৪
৩. ১৯৯৬
৪. ২০০৮
৫. ২০১৯ -
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 2 months ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
| পদের নাম | মন্ত্রী |
|---|---|
| অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
| বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
| বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
| শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক
0
Updated: 2 months ago
দেবপর্বত বর্তমান কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
নওগাঁয়
B
কুমিল্লায়
C
বগুড়ায়
D
নাটোরে
দেবপর্বত বর্তমানে কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত এবং এটি মূলত সমতট রাজ্যের রাজধানী ছিল। দেব রাজবংশের শাসনামলে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
-
দেবপর্বত সমতটের একটি প্রাচীন নগরী, যা কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ার পূর্বেই এটি তীর্থস্থান এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদ।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ এবং বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান।
-
৭ম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
উৎস:
0
Updated: 1 month ago