বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
A
জয়দেবপুর
B
ঈশ্বরদী
C
শিবগঞ্জ
D
ফার্মগেট
উত্তরের বিবরণ
ডাল গবেণষনা কেন্দ্র:
- বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান।
- ডাল গবেষণা কেন্দ্রের ১ (এক) টি আঞ্চলিক কেন্দ্র মাদারীপুর।
- এবং একটি উপকেন্দ্র (গাজীপুর) রয়েছে।
- বর্তমানে ডাল গবেষণা কেন্দ্রে হতে প্রায় ৯ টি ডাল জাতীয় ফসলের এ পর্যন্ত মোট ৪৩ টি জাত।
উল্লেখ্য,
- মসলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া।
- উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।
- তৈল বীজ গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।
- উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর।

0
Updated: 1 day ago
বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী-
Created: 1 day ago
A
মারমা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
ওঁরাও
খাসিয়া হলো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যারা গারোদের মতোই মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, বসতি ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে।
-
খাসিয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্যে: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা, খর্বকায়।
-
প্রায় পাঁচ শত বছর আগে আসাম থেকে বাংলাদেশে এরা স্থানান্তরিত হয়।
-
খাসিয়াদের গ্রামকে ‘পুঞ্জি’ বলা হয়।
-
পুঞ্জিপ্রধানকে ‘সিয়েম’ বলা হয়।
-
বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে এদের বসতি।
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও এরা বসবাস করে।
-
বর্তমানে শতকরা ৮০–৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী।
উৎস:

0
Updated: 1 day ago
যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে -
Created: 2 weeks ago
A
অগ্রণী ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
রূপালী ব্যাংক
D
জনতা ব্যাংক
নিকাশ ঘর
-
নিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা সহজে নিষ্পত্তি করা যায়।
-
এজন্য বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে একটি স্থানে একত্রিত হয়ে নেতা ব্যাংকের তত্ত্বাবধানে আদিষ্ট চেক, ড্রাফট ইত্যাদি দলিল বিনিময় করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
ব্যাংক ব্যবস্থার শুরুতে দেনা-পাওনা নিষ্পত্তির কোনো বৈজ্ঞানিক পদ্ধতি চালু ছিল না।
-
১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চলে ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে নিকাশ কার্য সম্পন্ন হতো।
-
স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে নিকাশ ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক।
বর্তমান অবস্থা:
-
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ১৬টি জেলা শহরে নিকাশ ঘর পরিচালনা করছে।
-
এর মধ্যে বাংলাদেশ ব্যাংক সরাসরি ৪টি কেন্দ্র পরিচালনা করে।
-
যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে (১২টি কেন্দ্র)।
📌 উৎস:
i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
NIPORT কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
Created: 5 days ago
A
শিক্ষা মন্ত্রণালয়
B
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
C
পরিকল্পনা মন্ত্রণালয়
D
সমাজকল্যাণ মন্ত্রণালয়
NIPORT বা National Institute of Population Research and Training বাংলাদেশের একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা জনসংখ্যা বিষয়ক তথ্যসংগ্রহ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রতিষ্ঠার বছর ও স্থান: ১৯৭৭ সালে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত।
-
অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত।
-
মূল কার্যক্রম:
-
জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি।
-
প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং জনসংখ্যা বিষয়ক গবেষণা পরিচালনা।
-

0
Updated: 5 days ago