বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
A
জয়দেবপুর
B
ঈশ্বরদী
C
শিবগঞ্জ
D
ফার্মগেট
উত্তরের বিবরণ
বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনায় অবস্থিত এবং এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান। কেন্দ্রটির একটি আঞ্চলিক কেন্দ্র মাদারীপুরে এবং একটি উপকেন্দ্র গাজীপুরে রয়েছে।
-
ডাল গবেষণা কেন্দ্রে বর্তমানে: প্রায় ৯টি ডাল জাতীয় ফসলের মোট ৪৩টি জাত উৎপন্ন ও উন্নয়ন করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্যান্য কৃষি গবেষণা কেন্দ্র:
-
মসলা গবেষণা কেন্দ্র: শিবগঞ্জ, বগুড়া
-
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
-
তৈল বীজ গবেষণা কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
-
উদ্ভিদ কৌলিক সম্পদ কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
0
Updated: 1 month ago
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
Created: 1 month ago
A
১৯৬১ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৯৭ সালে
D
২০০১ সালে
কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।
-
জাতীয়তা: ঘানা
-
অফিস: আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় মহাসচিব
-
নোবেল শান্তি পুরস্কার: ২০০১ সালে লাভ
-
বিশেষ তথ্য: জাতিসংঘের দুইজন মহাসচিবই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত; তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান
0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন?
Created: 1 month ago
A
৫ শতাংশ
B
১০ শতাংশ
C
৮ শতাংশ
D
২০ শতাংশ
টেকনোক্র্যাট মন্ত্রী
সংজ্ঞা
-
যারা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য কিন্তু সরাসরি নির্বাচিত নন, তাদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী নামে পরিচিত।
সাংবিধানিক বিধান
-
সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী:
-
মন্ত্রিপরিষদের অন্তত ৯০% সদস্যকে জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে।
-
সর্বোচ্চ ১০% সদস্য সংসদ-সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে। এদেরকেই টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
-
অতিরিক্ত তথ্য
-
প্রধানমন্ত্রী Rules of Business অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদেও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে পারেন।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
Created: 1 month ago
A
১৯,০০০ হেক্টর
B
২৩,০০০ হেক্টর
C
২৭,০০০ হেক্টর
D
৩১,০০০ হেক্টর
এই তথ্যগুলো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (BBS) অনুযায়ী আদৌ করা হয়েছে; নিচের সংখ্যাগুলো সেই প্রতিবেদনের প্রতিলিপি — মূল তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে। (BBS Portal)
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর।
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (Bangladesh Bureau of Statistics) এবং কৃষি মন্ত্রণালয়ের সামারি পাতা। (BBS Portal)
(আপনি চাইলে আমি এই সংখ্যাগুলো আরও সাম্প্রতিক প্রকাশনা বা অন্য উৎস দিয়ে যাচাই করে সংক্ষেপ-টীকা যোগ করতে পারি।)
0
Updated: 1 month ago