দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোন জেলায় অবস্থিত?
A
মুন্সীগঞ্জ
B
মাদারীপুর
C
নারায়াণগঞ্জ
D
গাজীপুর
উত্তরের বিবরণ
• ঔষধ শিল্প পার্ক:
- দেশের প্রথম ঔষধ পার্ক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়।
- ২০০৮ সালে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক প্রকল্প হাতে নেওয়া হয়।
- এটি দেশের প্রথম বিশেষায়িত ঔষধ শিল্প পার্ক।
- শিল্প পার্কে ইতোমধ্যে এক্মি, হেলথকেয়ার, ইউনিমেড,
- ইবনে সিনা-র মতো প্রতিষ্ঠান কারখানা স্থাপন করেছে।
- ৪২টি প্লটের মধ্যে ২৭টি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে।

0
Updated: 1 day ago
সংবিধানের কোন ভাগে নির্বাচনের কথা উল্লেখ আছে?
Created: 5 days ago
A
চতুর্থ
B
অষ্টম
C
সপ্তম
D
নবম
বাংলাদেশের সংবিধানের ভাগসমূহ
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে। প্রতিটি ভাগের বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ

0
Updated: 5 days ago
শহিদ আসাদ দিবস কোনটি?
Created: 1 day ago
A
১৯ জানুয়ারি
B
২০ জানুয়ারি
C
২৬ জানুয়ারি
D
১৪ জানুয়ারি
শহিদ আসাদ দিবস:
- ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস।
- ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন।
- ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার মিছিলে সে-সময়ের পুলিশ গুলি চালায়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স’র ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান।

0
Updated: 1 day ago
সংবিধান অনুসারে, কোন বিলকে অর্থবিল বলা হয় না?
Created: 5 days ago
A
সরকারের ঋণ গ্রহণ সংক্রান্ত বিল
B
সংযুক্ত তহবিল থেকে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল
C
স্থানীয় সরকারের ফি সংক্রান্ত বিল
D
কর আরোপ সংক্রান্ত বিল
বাংলাদেশের সংবিধানের ৮১নং অনুচ্ছেদ অর্থবিল সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
অর্থবিলের সংজ্ঞা:
-
কর আরোপ, কর রদবদল বা মওকুফ
-
সরকারি ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান
-
সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয় বা বরাদ্দ
-
তহবিলের হিসাব-নিকাশ ও সরকারের আর্থিক দায়দায়িত্ব
-
উপরোক্ত বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয় থাকলেও এটি অর্থবিল হিসেবে গণ্য হবে
-
-
প্রত্যাহারযোগ্য বিষয়: কোনো জরিমানা, ফি, উসুল বা স্থানীয় সরকারের কর সংক্রান্ত বিষয় থাকলেও বিলকে অর্থবিল বলা যাবে না।
-
রাষ্ট্রপতির অনুমোদন: অর্থবিল রাষ্ট্রপতির কাছে পাঠানোর সময় স্পীকারকে একটি সনদ দিতে হবে, যা চূড়ান্ত এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না।

0
Updated: 5 days ago