কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
খুলনা
B
কুষ্টিয়া
C
ঝিনাইদহ
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী বিভিন্ন ফসলের উৎপাদনে শীর্ষ স্থানধারী জেলা ও বিভাগগুলো নিম্নরূপ:
-
তামাক উৎপাদনে:
-
শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
শীর্ষ বিভাগ: খুলনা
-
-
চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
Created: 1 month ago
A
৩০ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
২৫ বছর
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বয়স
-
সংবিধান অনুযায়ী: বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ৪৮(৪)(ক) অনুযায়ী, রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে।
-
যোগ্যতা শর্তাবলী:
-
প্রার্থীকে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
-
পূর্বে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলে প্রার্থীতা নেই।
-
সংশ্লিষ্ট বয়স সীমা:
-
ভোটার হওয়ার ন্যূনতম বয়স: ১৮ বছর
-
প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
অর্থাৎ, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স ও যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড পালন করতে হবে।
0
Updated: 1 month ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Strategic Revenue Plan
B
Poverty Elimination Strategic Paper
C
Poverty Reduction Strategy Paper
D
Poverty Strategic Document Paper
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিম্ন আয়ের দেশগুলোর অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার রূপরেখা বা দলিল।
PRSP সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper (PRSP)
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (iPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
-
PRSP-এর মাধ্যমে দারিদ্র্য হ্রাসের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা পরিচালনা করা হয়।
0
Updated: 1 month ago
পিআর নির্বাচন পদ্ধতিতে আসন বণ্টন কিসের ভিত্তিতে হয়?
Created: 1 month ago
A
এলাকার জনসংখ্যার ভিত্তিতে
B
রাজনৈতিক দলের বয়সের ভিত্তিতে
C
সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর ভিত্তিতে
D
প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে
পিআর (Proportional Representation) নির্বাচন পদ্ধতি
-
সংজ্ঞা:
-
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
-
এতে প্রতিটি ভোট কাজে লাগে এবং সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। উদাহরণস্বরূপ, কোনো দল যদি ১০% ভোট পায়, তাদের আসনও হবে প্রায় ১০% হারে।
-
-
প্রক্রিয়া:
-
ভোটের আগে প্রতিটি দল ক্রম ভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করে।
-
প্রাপ্ত ভোটের হার অনুযায়ী সংসদে আসন বণ্টন হয়।
-
-
ধরণসমূহ:
১. মুক্ত তালিকা পদ্ধতি: ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে আসন বরাদ্দ।
২. বদ্ধ তালিকা পদ্ধতি: দল নির্ধারণ করে কে হবেন সংসদ সদস্য।
৩. মিশ্র পদ্ধতি: কিছু আসন প্রতীকভিত্তিক, কিছু পিআর ভিত্তিক। -
বাংলাদেশে প্রেক্ষাপট:
-
দেশে বর্তমান সংসদীয় নির্বাচন ব্যবস্থায় ৩০০টি আসনে আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন হয়।
-
‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (FPTP) পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায়, তারা সরকার গঠন করে, ভোটের মোট শতাংশ নয়।
-
উৎস: BBC
0
Updated: 1 month ago