’অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?
A
বেগুন
B
কলা
C
গম
D
টমেটো
উত্তরের বিবরণ
উন্নত জাতের কলা, বেগুন, টমেটো ও গমের বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের তথ্য নিম্নরূপে整理 করা যেতে পারে। এই জাতগুলো কৃষিতে অধিক ফলন এবং উন্নত মান নিশ্চিত করে।
-
উন্নত জাতের কলা:
-
অগ্নিশ্বর
-
চাঁপা
-
কবরী সিঙ্গাপুরী
-
কাবুলী
-
মেহের সাগর
-
অমৃত সাগর
-
সবরি
-
অনুপম
-
মালভোগ
-
মর্তমান
-
-
উচ্চ ফলনশীল বেগুন জাত:
-
চমক এফ১
-
বিটি বেগুন
-
বিজয়
-
পার্পল কিং
-
কাজলা (বারি বেগুন ৪)
-
নয়নতারা (বারি বেগুন ৫)
-
তারাপুরী (বারি বেগুন ২)
-
শুকতারা
-
ডিম বেগুন
-
মুক্তকেশী
-
-
উচ্চ ফলনশীল টমেটো জাত:
-
বাহার
-
রোমাভিএফ
-
রাজা
-
সুরক্ষা
-
হাইটম-২
-
-
উচ্চ ফলনশীল গমের জাত:
-
কাঞ্চন
-
আকবর
-
অঘ্রাণী
-
প্রতিভা
-
সৌরভ
-
গৌরব
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৮০ সালে
D
১৯৯০ সালে
বিবিএস প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, জাতীয় পর্যায়ে পরিসংখ্যান কাজে সমন্বয় আনয়নের লক্ষ্যে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস):
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিভাগ সকল প্রকার পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে
-
অবস্থান: ঢাকার আগারগাঁও
সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট
0
Updated: 2 months ago
জুলাই ঘোষণাপত্র কত তারিখে প্রণয়ন করা হয়েছে?
Created: 1 month ago
A
৩ আগস্ট, ২০২৫
B
৫ আগস্ট, ২০২৫
C
৬ আগস্ট, ২০২৫
D
৮ আগস্ট, ২০২৫
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা ও প্রেক্ষাপট:
-
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি প্রদানের জন্য প্রণীত একটি দলিল।
-
এটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করে।
-
‘জুলাই জাতীয় সনদ’ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের একটি রাজনৈতিক দলিল।
-
-
ঘোষণাপত্র পাঠ ও উদ্যোগ:
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট ২০২৫ তারিখে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।
-
-
বিষয়বস্তু:
-
এই ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
২৮ দফা অনুযায়ী, জনগণ ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে একমত।
-
ঘোষণাপত্র পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত হবে।
-
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
URL এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http,https,ftp)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:→ প্রটোকল নাম -
www.google.com→ হোস্টনেইম -
maps→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago