বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে গঠিত হয়-
A
উত্তরা ব্যাংক পিএলসি
B
অগ্রণি ব্যাংক পিএলসি
C
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
D
পূবালী ব্যাংক পিএলসি
উত্তরের বিবরণ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যা Companies Act, 1994 অনুযায়ী প্রতিষ্ঠিত। ব্যাংকটি ১৬ নভেম্বর ২০০৯ তারিখে গঠিত হয় এবং এটি মূলত রাষ্ট্রীয় খাতের দুটি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান (DFIs) একত্রিত হওয়ার মাধ্যমে সৃজিত।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ নভেম্বর ২০০৯
-
আইনি অবস্থা: পাবলিক লিমিটেড কোম্পানি (Companies Act, 1994 অনুযায়ী)
-
গঠনের উৎস: রাষ্ট্রীয় খাতের দুটি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান
-
বাংলাদেশ শিল্প ব্যাংক (BSB)
-
বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (BSRS)
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
খুলনা
C
গাজীপুর
D
যশোর
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
-
বিএমটিএফ-এ মোট ১৯টি কার্যকরী কারখানা রয়েছে।
-
সেনাবাহিনী প্রধান প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান।
-
প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে "কোর্ট অব রেকর্ড" এর সম্পৃক্ততা রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ১০৮
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১১০
D
অনুচ্ছেদ - ১০৯
"কোর্ট অব রেকর্ড" ধারণা বাংলাদেশের সংবিধানের ১০৮নং অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। সুপ্রীম কোর্টকে একটি কোর্ট অব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে অবমাননার জন্য তদন্ত এবং দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাসহ অন্যান্য আদালতের সকল ক্ষমতা অন্তর্ভুক্ত।
-
অনুচ্ছেদ ১০৮:
সুপ্রীম কোর্ট হবে একটি "কোর্ট অব্ রেকর্ড" এবং এর অবমাননার জন্য তদন্ত ও দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবে।
সংবিধান ও সুপ্রীম কোর্ট সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সুপ্রীম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক হিসেবে কাজ করে।
-
সংবিধান প্রণয়ের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
সংবাদানুযায়ী অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
১০৯নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ
-
১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর
-
১১২নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের সহায়তা
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭২ অনুচ্ছেদে
B
৭৭ অনুচ্ছেদে
C
৭৯ অনুচ্ছেদে
D
৮২ অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির বিধান রয়েছে।
-
সংসদ ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারবে।
-
সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের কার্য সম্পর্কিত তদন্ত পরিচালনার ক্ষমতা এবং অন্যান্য দায়িত্ব প্রদান করা যেতে পারে। ন্যায়পাল সেই ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
-
ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রস্তুত করবেন, যা সংসদে উপস্থাপন করা হবে।
অন্যদিকে:
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৯ নং অনুচ্ছেদ: সংসদ-সচিবালয়
-
৮২ নং অনুচ্ছেদ: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
উৎস:
0
Updated: 1 month ago