দেশের প্রথম সিমেন্ট কারখানা কোনটি?
A
আকিজ সিমেন্ট কারখানা
B
ছাতক সিমেন্ট কোম্পানি
C
শাহ সিমেন্ট কোম্পানি লিমিটেড
D
লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা
উত্তরের বিবরণ
• ছাতক সিমেন্ট কোম্পানী:
- দেশের প্রথম সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড।
- ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সনে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হয়।
- পরে ১৯৬৬ সন হতে উহা ইপিআইডিসি'র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, বিএমইডিসি ।
- এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি'র নিয়ন্ত্রণে আসে।
অপরদিকে,
- লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা:
- ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে তথা এশিয়া মহাদেশের অন্যতম মাল্টি-ন্যাশনাল কোম্পানি।
- শাহ সিমেন্ট কোম্পানি লিমিটেড।
- আকিজ সিমেন্ট কারখানা।

0
Updated: 1 day ago
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর

0
Updated: 1 week ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 3 weeks ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 3 weeks ago
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
পাট ও পাটজাত পণ্য
B
চামড়া ও চামড়াজাত পণ্য
C
হিমায়িত পণ্য
D
কৃষি পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত:
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত হলো তৈরি পোশাক।
- এবং দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য।
⇒ ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
- ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের হিস্যা ৮৩ শতাংশ। এই সময়ে রপ্তানি হয়েছে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক।
- তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ১২ কোটি ৭৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- ৩য় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।
উৎস: i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ii) প্রথম আলো।

0
Updated: 2 weeks ago