বাংলাদেশ বীমা কোম্পানীর নিয়ন্ত্রক সংস্থা-
A
বাংলাদেশ ব্যাংক
B
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
C
বীমা সমিতি
D
আই.ডি.আর.এ
উত্তরের বিবরণ
আইডিআরএ:
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
- এটি ২০১১ সালের ২৬ জানুয়ারি "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০"
অনুযায়ী গঠিত হয়।
- বাংলাদেশ সরকার "বীমা আইন, ২০১০"
প্রণয়ন করে বীমা ব্যবসাকে উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে।
- আইডিআরএ গঠনের মূল উদ্দেশ্য হলো বীমা ব্যবসার তদারকি করা এবং বীমা গ্রহীতার স্বার্থ রক্ষা করা।

0
Updated: 1 day ago
কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
Created: 1 week ago
A
পানিপথের যুদ্ধ
B
হিদাসপিসের যুদ্ধ
C
কলিঙ্গের যুদ্ধ
D
তরাইনের যুদ্ধ
কলিঙ্গ যুদ্ধের বিশাল রক্তপাত ও ধ্বংসযজ্ঞ সম্রাট অশোককে গভীরভাবে ব্যথিত করে, যার প্রভাব তাকে যুদ্ধনীতি পরিত্যাগ করতে এবং বৌদ্ধধর্ম গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।
সম্রাট অশোক:
-
তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র।
-
২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
-
সিংহাসনে আরোহণের চার বছর পর, ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে তাঁর অভিষেক অনুষ্ঠিত হয়।
-
পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন।
-
পাটলীপুত্র থেকে বিশাল সাম্রাজ্য শাসন করতেন।
-
রাজত্বের ১৩তম বছরে কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন।
-
পরবর্তী সময়ে মৌর্য সম্রাটদের চিরাচরিত দ্বিগ্বিজয় নীতি পরিত্যাগ করে ঘোষণা করেন যে তাঁর পুত্র ও প্রপৌত্ররা ভবিষ্যতে যুদ্ধ করবে না।
-
বহু জনহিতকর কাজ করেন।
-
২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন।
-
প্রায় ৪০ বছর শাসন করার পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতা অশোকের রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গীতে বৃহৎ পরিবর্তন আনে।
-
তিনি একজন নীতিবান শাসকে পরিণত হন।
-
সেই সময় থেকে জীবনব্যাপী বিশ্বশান্তি ও ন্যায়নিষ্ঠ শাসন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করেন।
-
জীবনের অবশিষ্ট সময়ে অহিংসা ও ধ্যানে মনোনিবেশ করেন।
-
সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে অপরের প্রীতি অর্জনকেই তিনি প্রকৃত বিজয় হিসেবে গ্রহণ করেন।
-
অশোকের প্রচারিত ধর্মের মূল বিষয় ছিল গুরুজনদের প্রতি শ্রদ্ধা, জীবদয়া, সত্যবাদিতা ইত্যাদি।
সূত্র:

0
Updated: 1 week ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 3 weeks ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
পদের নাম | মন্ত্রী |
---|---|
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের জাতীয় সংসদের ১নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
Created: 4 days ago
A
পঞ্চগড়-১
B
গাইবান্ধা-১
C
নড়াইল-১
D
রংপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের আসনসংক্রান্ত তথ্য
-
মোট আসন: ৩৫০ টি
-
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন: ৩০০ টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০ টি
-
-
১নং আসন: পঞ্চগড়-১
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি: প্রতিটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন
-
৩০০নং আসন: বান্দরবান
-

0
Updated: 4 days ago