নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়?
A
তুলা
B
আখ
C
পাট
D
ভুট্টা
উত্তরের বিবরণ
ভুট্টা হলো দানাদার ফসল, যা ধান ও গমের তুলনায় পুষ্টিগুণে অনেক বেশি। এতে প্রায় ১১% প্রোটিনজাতীয় উপাদান থাকে এবং প্রোটিনে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন প্রচুর পরিমাণে রয়েছে।
-
অর্থকরী ফসল: তুলা, পান, পাট, আখ, চা।
-
আঁশ ফসলের জন্য ব্যবহৃত পাটের ধরন: দেশী পাট, তোষা পাট, কেনাফ, মেস্তা পাট।
0
Updated: 1 month ago
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ভারত
B
সোভিয়েত ইউনিয়ন
C
ভুটান
D
নেপাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ
বাংলাদেশ বিষয়াবলী
ভুটান
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
দ্বিতীয় দেশ: ভারত
-
তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ: পূর্ব জার্মানি, ১৯৭২ সালের ১১ জানুয়ারি
-
চতুর্থ দেশ: বুলগেরিয়া, ১৯৭২ সালের ১১ জানুয়ারি
-
পঞ্চম দেশ: পোল্যান্ড, ১৯৭২ সালের ১২ জানুয়ারি
-
প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ: সেনেগাল, ১ ফেব্রুয়ারি ১৯৭২
-
প্রথম উত্তর আমেরিকান দেশ: বার্বাডোস, ২০ জানুয়ারি ১৯৭২
সূত্র:
0
Updated: 1 month ago
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য ছিল?
Created: 1 month ago
A
বঙ্গ
B
সমতট
C
চন্দ্রদ্বীপ
D
পুণ্ড্র
পুণ্ড্র জনপদ ছিল পূর্বাঞ্চলের অন্যতম প্রাচীন জনপদ এবং ইতিহাসের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লিখিত পুদনগল বা পুণ্ড্র নগর ও বর্তমান বগুড়া শহরের অবস্থান প্রমাণ করে এই জনপদটির অস্তিত্ব। সময়ের সাথে এটি দুটি ভিন্ন নামে পরিচিতি পায়; প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন এবং মধ্যযুগে বরেন্দ্র বা বরীন্দ্র।
-
পুণ্ড্র জনপদ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
-
প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত।
-
পুণ্ড্রনগর বর্তমান বগুড়া শহরের কাছাকাছি করতোয়া নদীর তীরে অবস্থিত।
-
সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি.পূ. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীনতা হারায়।
-
গুপ্ত যুগে (৪র্থ-৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্র জনপদ বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসেবে বিবেচিত।
উৎস:
0
Updated: 1 month ago
'দেবপর্বত' প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল?
Created: 1 month ago
A
গৌড়
B
হরিকেল
C
সমতট
D
পুণ্ড্র
দেবপর্বত হলো প্রাচীন সমতটের একটি গুরুত্বপূর্ণ নগরী, যা কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত। এটি মূলত সমতট রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত এবং দেব রাজবংশের শাসনামলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
-
কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পরম্পরাগত পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার বহু পূর্বেই এটি একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান ছিল।
-
সপ্তম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
0
Updated: 1 month ago