নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়?
A
তুলা
B
আখ
C
পাট
D
ভুট্টা
উত্তরের বিবরণ
ভুট্টা:
- ভুট্টা দানাদার ফসল।
- ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী।
- এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে।
- আমিষে প্রয়োজনীয় এ্যামিনো এসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে।
• অর্থকরী ফসল:
তুলা, পান, পাট, আখ, চা।
উল্লেখ্য,
- আঁশ ফসলের জন্য চার ধরনের পাট রয়েছে।
- দেশী পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট।

0
Updated: 1 day ago
পাকিস্তানের কোন গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বাতিল করেন?
Created: 1 day ago
A
ইয়াহিয়া খান
B
চৌধুরী খালিকুজ্জমান
C
জুলফিকার আলী ভূট্টো
D
জেনারেল গোলাম মোহাম্মদ
মন্ত্রিসভা গঠন:
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ।
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

0
Updated: 1 day ago
কোন রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের উদ্বোধন করেন?
Created: 1 day ago
A
খন্দকার মোশতাক আহমেদ
B
জিয়াউর রহমান
C
আব্দুস সাত্তার
D
উপরের কেউ নন
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
জাতীয় সংসদ:
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
- এই ভবনটি শের-ই-বাংলা নগরে অবস্থিত এবং এর নকশা করেছেন বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান।
- তবে লুই আই কানের মৃত্যুর পর, হেনরি এম প্যামব্যাম ও মাজহারুল ইসলাম এর নির্মাণ কাজ শেষ করেন।
- এটি বাংলাদেশের আইন প্রণয়ন ও জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনার প্রধান কেন্দ্র।

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Created: 1 day ago
A
১১টি
B
৭টি
C
৮টি
D
১০টি
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- তখন সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়াও
তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

0
Updated: 1 day ago