বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
A
চট্টগ্রাম
B
খুলনা
C
গাজীপুর
D
যশোর
উত্তরের বিবরণ
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
-
বিএমটিএফ-এ মোট ১৯টি কার্যকরী কারখানা রয়েছে।
-
সেনাবাহিনী প্রধান প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান।
-
প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
১৩২তম
B
১৩৪তম
C
১৩৬তম
D
১৩৯তম
বাংলাদেশ ও জাতিসংঘ
-
জাতিসংঘে যোগদান: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ ১৩৬তম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়।
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্যতা:
-
দুই মেয়াদে (১৯৭৬ ও ১৯৮১), প্রতিটি চার বছরের জন্য।
-
-
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব:
-
১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হন।
-
-
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য:
-
দুইবার নির্বাচিত: ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১।
-
0
Updated: 1 month ago
খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
Created: 1 month ago
A
সাংসারেক
B
সাংলান
C
বৈসু
D
চাপচারকৃত
খিয়াং:
- খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি নৃজাতি গোষ্ঠী।আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন।
- বর্তমানে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় এ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
- খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিববতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলভুক্ত।
- খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ‘সাংলান’।
- তারা বৌদ্ধধর্মে দীক্ষা নেয়। তবে তাদের আদি দেব-দেবীদের পূজা করতেও দেখা যায়।
- বর্তমানে অনেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে।।
- পাহাড়ের উপর খোলা জায়গায় এবং ছোট খাল বা ঝর্ণাধারার কাছে এদের গ্রামগুলি গড়ে উঠে।
- এরা ঘরকে বলে ‘ইম’ এবং গ্রামকে বলে ‘নাম’।
- খিয়াংদের সমাজব্যবস্থায় একজন নেতা থাকে যাকে বলা হয় কার্বারী।
- খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।
0
Updated: 1 month ago
প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির কাছে
B
আদালতের কাছে
C
জাতীয় সংসদের কাছে
D
স্পিকারের কাছে
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ মন্ত্রিসভার গঠন ও কর্তব্যসমূহের বিধান দেয়।
-
৫৫ (১): বাংলাদেশের মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে। প্রধানমন্ত্রী সময়ের প্রয়োজন অনুযায়ী অন্যান্য মন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা গঠন করবেন।
-
৫৫ (২): প্রধানমন্ত্রী বা তাঁর কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হবে।
-
৫৫ (৩): মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
-
৫৫ (৪): সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে প্রকাশ করা হবে।
-
৫৫ (৫): রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও চুক্তিপত্রের সত্যায়ন ও প্রমাণীকরণ বিধিসমূহ অনুযায়ী হবে এবং এগুলোর বৈধতা আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
-
৫৫ (৬): রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন।
উৎস:
0
Updated: 1 month ago