A
গামা রশ্মি
B
বিটা রশ্মি
C
রঞ্জন রশ্মি
D
কসমিক রশ্মি
উত্তরের বিবরণ
রঙিন টেলিভিশনের ক্ষতিকর রঞ্জন রশ্মি এবং এর যন্ত্রাংশের বিবরণ
রঙিন টেলিভিশন থেকে ক্ষুদ্রমাত্রায় ক্ষতিকর রঞ্জন রশ্মি নির্গত হয়। রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টিভির যন্ত্রপাতি মূলত সাদাকালো টেলিভিশনের মতোই, তবে এতে রং সংশ্লিষ্ট তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য অতিরিক্ত যন্ত্র ব্যবহার করা হয়।
রঙিন ক্যামেরার প্রতিটি রঙের জন্য — লাল, নীল ও সবুজ — আলাদা আলাদা ইলেকট্রন টিউব ব্যবহৃত হয়, যা বিভিন্ন রঙের ছবির সূক্ষ্ম বিবরণ ধারণ করে। একইভাবে, গ্রাহকের রঙিন টেলিভিশনে তিনটি ইলেকট্রন গান থাকে, প্রতিটি গান লাল, নীল ও সবুজ রঙের জন্য নির্দিষ্ট।
টেলিভিশনের পর্দায় তিন রকম ফসফরের ছোট ছোট দানা থাকে, যা আলাদা আলাদা রঙের ইলেকট্রন বীম দ্বারা আলোকিত হয়। যখন ইলেকট্রন গান থেকে নির্গত বীম ফসফরের উপর পড়ে, তখন একটি নির্দিষ্ট রঙের ফসফর কেবল সেই রঙের আলোকিত হয়। ফলে পর্দায় একই সময়ে লাল, নীল এবং সবুজ রঙের বিন্দু গড়ে উঠে এবং বিভিন্ন রঙের মিশ্রণে পূর্ণাঙ্গ রঙিন চিত্র তৈরি হয়।
যদিও টিভির পর্দা থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়, তবে এর পরিমাণ এতটাই কম যে তা সাধারণত কোনো সমস্যার কারণ হয় না এবং প্রায়ই উপেক্ষা করা হয়।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Created: 6 days ago
A
সোডিয়াম
B
পটাসিয়াম
C
ম্যাগনেসিয়াম
D
কোনোটিই নয়
পারমাণবিক চুল্লি
- নিউক্লিয়ার রিয়্যাক্টর (Nuclear Reactor) বা পারমাণবিক চুল্লি মূলত এক প্রকার তাপীয় যন্ত্র।
- পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া ব্যবহার করা হয়।
- পারমাণবিক চুল্লিতে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম-২৩৫)-এর শৃঙ্খল বিক্রিয়া (chain reaction) ঘটিয়ে অত্যধিক তাপ শক্তি উৎপাদন করা হয়।
- মূলত ইউরেনিয়াম-২৩৫ (U-235) কে নিউট্রন দ্বারা আঘাত করলে নিউক্লিয়ার বিভাজনের (Nuclear Fission) মাধ্যমে পারমাণবিক চুল্লির মধ্যে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়।
- পারমাণবিক চুল্লি বিদ্যুৎ শক্তি উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান, পারমাণবিক অস্ত্র তৈরীসহ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়।
উল্লেখ্য,
- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহকরূপে হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।
অন্যদিকে,
- জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ও মডারেটর হিসাবে হাইড্রোজেন ব্যবহৃত হয়।
- হাইড্রোজেন পরমাণু খুবই হালকা হওয়ায় মডারেটর হিসেবে রিয়্যাক্টরে হাইড্রোজেন পরমাণুকেই বেশি ব্যবহার করা হয়। এছাড়া মডারেটর হিসেবে পরিষ্কার গ্রাফাইট, সাধারণ হালকা পানি, ভারী পানি ইত্যাদিও ব্যবহার করা হয়।
উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। IAEA ওয়েবসাইট।

0
Updated: 6 days ago
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
Created: 2 weeks ago
A
পরমাণুর ফিশন পদ্ধতিতে
B
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
C
রাসায়নিক বিক্রিয়ার ফলে
D
তেজস্ক্রিয়তার ফলে
সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Created: 2 weeks ago
A
০°
B
১০০°
C
৪°
D
- ৪০°
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য আমরা নিচের সূত্রটি ব্যবহার করি:
C/5 = (F - 32)/9
এখানে, C = সেলসিয়াস তাপমাত্রা এবং F = ফারেনহাইট তাপমাত্রা।
এখন, যদি ধরা হয় উভয় স্কেলে তাপমাত্রা সমান (x), তাহলে সমীকরণ দাঁড়ায়—
x/5 = (x - 32)/9
এখন উভয় পক্ষকে গুণ করলে:
9x = 5x - 160
=> 4x = -160
=> x = -40
অতএব, সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই -৪০ ডিগ্রি তাপমাত্রা একই রকম মান নির্দেশ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

0
Updated: 2 weeks ago