স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
উত্তরের বিবরণ
কৃষিশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি ১৯৭৭ সালে।
- পাকিস্তান আমলে ১৯৬০ সালে হয়েছিল।
- স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৭৭ সালে প্রথম, এরপর ১৯৮৩-৮৪, ১৯৯৬ এবং ২০০৮, ২০১৯ সালে শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

0
Updated: 1 day ago
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Created: 2 weeks ago
A
ইনফ্লুয়েঞ্জা
B
জলাতঙ্ক
C
ডেঙ্গু
D
যক্ষ্মা
ব্যাকটেরিয়া ও ভাইরাস সম্পর্কিত তথ্য
ব্যাকটেরিয়া
-
যক্ষ্মা (Tuberculosis) হলো ব্যাকটেরিয়া জনিত রোগ।
-
অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ উদাহরণ: টাইফয়েড, হাট, ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ ইত্যাদি।
-
ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, যা সরাসরি সংক্রমণ ঘটাতে পারে।
ভাইরাস
-
ভাইরাস হলো সংক্রমণকারী ক্ষুদ্র অণুজীব, যা কেবল জীবন্ত কোষের ভিতরে প্রজনন করতে পারে।
-
সাধারণ ভাইরাসজনিত রোগ:
-
সর্দি, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)
-
ডেঙ্গু, জলাতঙ্ক, গুটিবসন্ত, জলবসন্ত
-
বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু
-
ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি
-
-
অন্যান্য জীবেও ভাইরাসজনিত রোগ হতে পারে – যেমন গাছপালা ও অন্যান্য প্রাণী।
-
উৎপত্তি: ল্যাটিন শব্দ Virus, যার অর্থ “বিষ”।
-
গঠন: নিউক্লিক অ্যাসিড (কেন্দ্রে) + প্রোটিন কোট (আবরণ)।
উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
Created: 1 week ago
A
১৯৬১ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৯৭ সালে
D
২০০১ সালে
কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।
-
জাতীয়তা: ঘানা
-
অফিস: আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় মহাসচিব
-
নোবেল শান্তি পুরস্কার: ২০০১ সালে লাভ
-
বিশেষ তথ্য: জাতিসংঘের দুইজন মহাসচিবই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত; তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান

0
Updated: 1 week ago
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে না?
Created: 4 days ago
A
আয় পদ্ধতি
B
ব্যয় পদ্ধতি
C
উৎপাদন পদ্ধতি
D
উপরের সবগুলো
বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (GDP) গণনার পদ্ধতি:
-
বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
-
প্রতিষ্ঠানটি প্রতি বছর চলতি বাজার মূল্য এবং স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি নির্ধারণ করে।
-
হিসাবের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে; তারা আয় পদ্ধতি ব্যবহার করে না।
-
উৎপাদন পদ্ধতিতে, মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়।
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago