স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
উত্তরের বিবরণ
কৃষিশুমারি সম্পর্কিত তথ্য:
-
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
পাকিস্তান আমলে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
কৃষিশুমারির সময়কাল:
১. ১৯৭৭
২. ১৯৮৩-৮৪
৩. ১৯৯৬
৪. ২০০৮
৫. ২০১৯ -
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
0
Updated: 1 month ago
স্বদেশী আন্দোলনের সূত্রপাত কোন ঘটনার প্রেক্ষাপটে ঘটেছিল?
Created: 1 month ago
A
গান্ধীজীর অসহযোগ আন্দোলন
B
সিপাহী বিদ্রোহ
C
ভারত বিভক্তি
D
বঙ্গভঙ্গ
স্বদেশী আন্দোলন ছিল একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন, যা মূলত ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে শুরু হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। এর প্রধান লক্ষ্য ছিল বিলেতি পণ্য বর্জন, পরে বিলেতি শিক্ষা বর্জনও আন্দোলনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতারা গ্রামে, গঞ্জে এবং শহরে বিলেতি পণ্য পুড়িয়ে ফেলে এবং দেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করেন।
-
আন্দোলনের ফলে বাংলার নিজস্ব তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য তৈরির কারখানা গড়ে ওঠে।
-
বিলেতি শিক্ষা বর্জনের কারণে আন্দোলনের সাথে যুক্তদের বিভিন্ন সরকারি স্কুল-কলেজ থেকে বের করে দেওয়া হয়, এবং প্রয়োজনে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
-
আন্দোলনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজণীকান্ত সেন প্রমুখ জাতীয়তাবোধক গান রচনা করেন। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
-
মুসলমান সমাজ আন্দোলন থেকে দূরে থাকায় এটি জাতীয় রূপলাভে ব্যর্থ হয়।
-
সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণের লোকজন দারিদ্র্যের কারণে আন্দোলনের মর্ম বুঝতে ব্যর্থ হয়।
-
বিলেতি দ্রব্য বর্জন সম্পূর্ণভাবে সফল হয়নি, কারণ কোলকাতার অবাঙালি ব্যবসায়ী ও বাংলার গ্রাম্য ব্যবসায়ীরা আন্দোলনের সঙ্গে যুক্ত হননি।
-
আন্দোলন যদি গোপন সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হতো, জনগণ তখনও দূরে সরে যেত।
-
আন্দোলনের ফলে হিন্দু ও মুসলমানের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়, যার দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের বিভাজন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটি?
Created: 1 month ago
A
ইলিশ
B
মসলিন
C
জামদানি শাড়ি
D
বাগদা চিংড়ি
জিআই (Geographical Indication) পণ্য
-
সংজ্ঞা:
-
জিআই বা ভৌগলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও ঐ অঞ্চলের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাবিত পণ্যকে প্রদান করা হয়।
-
অর্থাৎ, সেই পণ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকা থেকে উৎপাদনযোগ্য।
-
-
স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান:
-
WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
-
আইনি ভিত্তি:
-
বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
-
-
দেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য:
-
জামদানি শাড়ি
-
২০১৬ সালে জামদানি দেশের প্রথম জিআই হিসেবে নিবন্ধিত হয়।
-
উৎস:
i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNMISS কোথায় কার্যরত?
Created: 1 month ago
A
দক্ষিণ সুদান
B
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
C
সাইপ্রাস
D
লেবানন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission)
-
সংজ্ঞা: সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ।
-
প্রধান লক্ষ্য:
১. সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা।
২. মানবাধিকার রক্ষা করা।
৩. রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করা।
৪. যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
চলমান মিশনসমূহ:
-
আঞ্চলিক ভিত্তিতে: আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া
-
মিশনের উদাহরণ:
১. MINURSO – পশ্চিম সাহারা
২. MINUSCA – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩. MONUSCO – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৪. UNDOF – গোলান হাইটস
৫. UNFICYP – সাইপ্রাস
৬. UNIFIL – লেবানন
৭. UNISFA – আবিয়েই
৮. UNMIK – কসোভো
৯. UNMISS – দক্ষিণ সুদান
১০. UNMOGIP – ভারত ও পাকিস্তান
১১. UNTSO – মধ্যপ্রাচ্য
মূল উদ্দেশ্য:
-
সংঘাতময় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সশস্ত্র পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন।
-
যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
-
আঞ্চলিক সরকারের সহায়তায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
ইতিহাস:
-
শুরু: ১৯৪৮ সালে
-
প্রথম মিশন: United Nations Truce Supervision Organization (UNTSO)
-
প্রেক্ষাপট: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ; লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা এবং চুক্তি পালন মনিটর করা।
0
Updated: 1 month ago