স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
উত্তরের বিবরণ
কৃষিশুমারি সম্পর্কিত তথ্য:
-
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
পাকিস্তান আমলে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
কৃষিশুমারির সময়কাল:
১. ১৯৭৭
২. ১৯৮৩-৮৪
৩. ১৯৯৬
৪. ২০০৮
৫. ২০১৯ -
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
0
Updated: 1 month ago
সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১২২ অনুচ্ছেদে নির্ধারিত। এটি জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করে।
-
যোগ্যতা নির্ধারণ:
-
প্রার্থী বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
-
যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হওয়া থাকতে হবে এবং ঘোষণাটি বহাল থাকলে যোগ্যতা হারাবে।
-
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে বা আইনের দৃষ্টিতে ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে।
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে কোনো অপরাধের দোষী প্রমাণিত থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা যাবে না।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত বিধান উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
৫৮ অনুচ্ছেদ
B
৫৯ অনুচ্ছেদ
C
৬৯ অনুচ্ছেদ
D
৬৮ অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত মৌলিক বিধান প্রদান করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে।
সংবিধানে স্থানীয় সরকার সম্পর্কিত বিধান:
-
স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
-
সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত ৪টি অনুচ্ছেদ রয়েছে: অনুচ্ছেদ ৯, ১১, ৫৯ এবং ৬০।
-
এসব অনুচ্ছেদে স্থানীয় সরকারের ভূমিকা ও কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনুচ্ছেদ অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণ:
-
অনুচ্ছেদ ৯: স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং কৃষক, শ্রমিক ও মহিলাদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
-
অনুচ্ছেদ ১১: প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
-
অনুচ্ছেদ ৫৯: প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসন নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংস্থার উপর ন্যস্ত করা।
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ, বাজেট প্রস্তুতকরণ এবং নিজস্ব তহবিল রক্ষণের ক্ষমতা প্রদান করা হয়েছে।
৫৯ অনুচ্ছেদের মূল বিধান (সংক্ষেপে):
১. আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রতিটি প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে।
২. সংসদ আইনের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুযায়ী, এই প্রতিষ্ঠানসমূহ যথোপযুক্ত প্রশাসনিক ইউনিটে নিম্নলিখিত দায়িত্ব পালন করবে:
-
(ক) প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য পরিচালনা
-
(খ) জনশৃঙ্খলা রক্ষা
-
(গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
-
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন।
-
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন।
-
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য।
-
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
উৎস:
0
Updated: 1 month ago