কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
A
মুন্সিগঞ্জ
B
রংপুর
C
নীলফামারী
D
ফরিদপুর
উত্তরের বিবরণ
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪:
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।

0
Updated: 1 day ago
২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?
Created: 1 month ago
A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনে শহিদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে?
Created: 1 day ago
A
আবুল বরকত
B
রফিক উদ্দিন আহমদ
C
আবদুল জব্বার
D
আব্দুস সালাম
ভাষা আন্দোলন:
- ১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন।
- তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে, প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহূত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে।
- কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু।
- ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাশিমের (১৯০৫-৭৪) সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা হয়।
- ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়।
- ছাত্ররা পাঁচ-সাতজন করে ছোট ছোট দলে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসে।
- পুলেশের গুলিতে
রফিক উদ্দিন আহমদ, আবদুল জববার, আবুল বরকত নিহত হয়।
- আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এমএ শ্রেণীর ছাত্র ছিলেন।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে -
Created: 2 weeks ago
A
অগ্রণী ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
রূপালী ব্যাংক
D
জনতা ব্যাংক
নিকাশ ঘর
-
নিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা সহজে নিষ্পত্তি করা যায়।
-
এজন্য বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে একটি স্থানে একত্রিত হয়ে নেতা ব্যাংকের তত্ত্বাবধানে আদিষ্ট চেক, ড্রাফট ইত্যাদি দলিল বিনিময় করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
ব্যাংক ব্যবস্থার শুরুতে দেনা-পাওনা নিষ্পত্তির কোনো বৈজ্ঞানিক পদ্ধতি চালু ছিল না।
-
১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চলে ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে নিকাশ কার্য সম্পন্ন হতো।
-
স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে নিকাশ ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক।
বর্তমান অবস্থা:
-
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ১৬টি জেলা শহরে নিকাশ ঘর পরিচালনা করছে।
-
এর মধ্যে বাংলাদেশ ব্যাংক সরাসরি ৪টি কেন্দ্র পরিচালনা করে।
-
যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে (১২টি কেন্দ্র)।
📌 উৎস:
i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago