বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
উত্তরের বিবরণ
পরিবেশবান্ধব কারখানা হলো এমন কারখানা যা পরিবেশের ওপর প্রভাব কমিয়ে টেকসই ও সবুজ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়।
সংক্রান্ত তথ্য:
-
যুক্তরাষ্ট্রের US Green Building Council থেকে সম্প্রতি নতুন চারটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
-
দেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা এখন ২৪৮টি।
-
এর মধ্যে:
-
১০৫টি কারখানা প্লাটিনাম সনদপ্রাপ্ত
-
১২৯টি কারখানা গোল্ড সনদপ্রাপ্ত
-
১০টি কারখানা সিলভার সনদপ্রাপ্ত
-
৪টি কারখানা সার্টিফায়েড সনদপ্রাপ্ত
-
-
বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা বর্তমানে বাংলাদেশে অবস্থিত।
0
Updated: 1 month ago
জাতীয় সংসদের ১নং আসন কোনটি?
Created: 1 month ago
A
পঞ্চগড়-১
B
বান্দরবান-১
C
রাঙামাটি-১
D
খাগড়াছড়ি-১
বাংলাদেশের সংসদীয় আসন সম্পর্কিত তথ্য:
-
মোট আসন:
-
জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
নির্দিষ্ট আসন নম্বর:
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
৩০০ নং আসন: বান্দরবান
-
-
নোটযোগ্য তথ্য:
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
0
Updated: 1 month ago
২০২৫ সালে কতজন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করা হয়?
Created: 1 month ago
A
১৫ জন
B
১৬ জন
C
১৭ জন
D
১৮ জন
একুশে পদক ২০২৫
২০২৫ সালে একুশে পদক পেয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং ১ প্রতিষ্ঠান। এই পদক দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এ বছর ক্রীড়া ক্ষেত্রে একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী ও দৃকের প্রতিষ্ঠাতা)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান (অভ্র-এর জনক), রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং অন্যান্য চলচ্চিত্রের পরিচালক)
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
0
Updated: 1 month ago
‘A Short History of the Saracens' বিখ্যাত গ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
সৈয়দ আমীর আলী
B
সৈয়দ আমীর হামজা
C
নওয়াব আব্দুল লতিফ
D
রাজা রামমোহন রায়
সৈয়দ আমীর আলী ছিলেন মুসলিম পুনর্জাগরণের একজন প্রভাবশালী নেতা ও চিন্তাবিদ, যিনি মুসলিম ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রধান তথ্যগুলো হলো:
-
জন্ম: ১৮৪৯, হুগলি জেলা, ভারত
-
শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন
-
লিখিত কাজ:
-
The Spirit of Islam
-
A Short History of the Saracens
-
এ গ্রন্থদ্বয়ে মুসলিম বিশ্বের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় অতীত বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে
-
-
সামাজিক ও শিক্ষামূলক ভূমিকা: মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও সংস্কার চিন্তার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান
-
রাজনৈতিক দায়িত্ব: ১৯১২ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত
-
প্রধান লক্ষ্য: শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় চিন্তায় আধুনিকীকরণ
0
Updated: 1 month ago