বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
উত্তরের বিবরণ
পরিবেশবান্ধব কারখানা হলো এমন কারখানা যা পরিবেশের ওপর প্রভাব কমিয়ে টেকসই ও সবুজ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়।
সংক্রান্ত তথ্য:
-
যুক্তরাষ্ট্রের US Green Building Council থেকে সম্প্রতি নতুন চারটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
-
দেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা এখন ২৪৮টি।
-
এর মধ্যে:
-
১০৫টি কারখানা প্লাটিনাম সনদপ্রাপ্ত
-
১২৯টি কারখানা গোল্ড সনদপ্রাপ্ত
-
১০টি কারখানা সিলভার সনদপ্রাপ্ত
-
৪টি কারখানা সার্টিফায়েড সনদপ্রাপ্ত
-
-
বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা বর্তমানে বাংলাদেশে অবস্থিত।
0
Updated: 1 month ago
কোন সংস্থা বিনিয়োগ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে?
Created: 1 month ago
A
ICSID
B
MIGA
C
IBRD
D
IFC
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
ICSID (International Center for Settlement of Investment Disputes)
-
প্রতিষ্ঠিত: ১৪ অক্টোবর, ১৯৬৬
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান কাজ: আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 month ago
A
৪নং
B
৮নং
C
৭নং
D
২নং
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টরগুলোতে দায়িত্ব পালনকারী কিছু গুরুত্বপূর্ণ যোদ্ধা:
-
১নং সেক্টর: ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব
-
২নং সেক্টর: সিপাহি মোস্তফা কামাল
-
৪নং সেক্টর: সিপাহি হামিদুর রহমান
-
৭নং সেক্টর: ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গির
-
৮নং সেক্টর: ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
-
১০নং সেক্টর: স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
বগুড়া
B
দিনাজপুর
C
মুন্সীগঞ্জ
D
রংপুর
বাংলাদেশে আলু উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ বিভাগ ও জেলা নির্ধারিত, যা দেশের খাদ্য শস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
-
প্রথম: রংপুর বিভাগ
-
দ্বিতীয়: রাজশাহী বিভাগ
-
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা:
-
প্রথম: রংপুর জেলা
-
দ্বিতীয়: বগুড়া জেলা
-
0
Updated: 1 month ago