PRSP এর পূর্ণরূপ-
A
Poverty Strategic Revenue Plan
B
Poverty Elimination Strategic Paper
C
Poverty Reduction Strategy Paper
D
Poverty Strategic Document Paper
উত্তরের বিবরণ
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিম্ন আয়ের দেশগুলোর অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার রূপরেখা বা দলিল।
PRSP সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper (PRSP)
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (iPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
-
PRSP-এর মাধ্যমে দারিদ্র্য হ্রাসের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা পরিচালনা করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
Created: 1 month ago
A
জাতিসংঘ
B
কমনওয়েলথ
C
ইসলামী সম্মেলন সংস্থা
D
জোট নিরপেক্ষ আন্দোলন
১৯৭২ সালের ১৮ই এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, যা দেশের প্রথম আন্তর্জাতিক সংস্থা যোগদান হিসেবে গণ্য করা হয়।
-
স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথে ৩৪তম দেশ হিসেবে যোগ দেয়।
-
এই সদস্যপদ ছিল বাংলাদেশর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রথম পদচিহ্ন।
অন্য আন্তর্জাতিক সংস্থায় যোগদান:
-
জাতিসংঘ (UN): ১৭ সেপ্টেম্বর ১৯৭৪, ১৩৬তম সদস্য।
-
ইসলামী সম্মেলন সংস্থা (OIC): ১৯৭৪ সালের ফেব্রুয়ারি, লাহোর সম্মেলনে যোগদান।
-
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM): ১৯৭৩ সালে সদস্য পদ লাভ।
সূত্র:
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 2 months ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
| বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
|---|---|
| কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
| আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
| বাতেন বাহিনী | টাঙ্গাইল |
| হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
| হালিম বাহিনী | মানিকগঞ্জ |
| আকবর বাহিনী | মাগুরা |
| লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
| জিয়া বাহিনী | সুন্দরবন |
| ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি
0
Updated: 2 months ago
কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বাস করে না?
Created: 1 month ago
A
কোচ
B
ডালু
C
চাক
D
নাগা
নাগা, কোচ, ডালু এবং চাক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রথা ধরে রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
নাগা:
-
নাগা নৃগোষ্ঠী মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে।
-
-
কোচ:
-
কোচ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলের একটি প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
বর্তমানে তারা ময়মনসিংহ জেলার শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় বসবাস করছে।
-
তাদের বিস্তৃতি মূলত আদিভূমি কোচবিহার থেকে এসেছে।
-
-
ডালু:
-
ডালু জাতি বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মূলত ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে।
-
অনেকের ধারণা, তাদের আসল ভাষা হলো মণিপুরি।
-
-
চাক:
-
চাক বাংলাদেশের একটি উপজাতি, যারা বান্দরবান, চট্টগ্রামের চাক পাহাড় ও মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে।
-
তারা নিজেদের ভাষা চাক ভাষা বলে পরিচিত।
-
চাক ভাষায় ‘চক’ শব্দের অর্থ হলো ‘দাঁড়ানো’।
-
0
Updated: 1 month ago