‘ব্যাঙের সর্দি’ বাগধারার অর্থ হলো অসম্ভব ব্যাপার।
অন্যদিকে,
-
‘বিড়াল তপস্বী’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘বকধার্মিক’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়।
-
‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারার অর্থ অপদার্থ বা অকেজো।
‘ব্যাঙের সর্দি’ বাগ্ধারাটির অর্থ -
A
সৌভাগ্যের বিষয়
B
ভণ্ড লোক
C
অসম্ভব ব্যাপার
D
অপদার্থ
0
Updated: 1 day ago
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।
0
Updated: 1 month ago
‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
বাড়তি বোঝা
B
রূপের মোহ
C
ভূমিকা
D
ফিটফাট
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।
0
Updated: 3 weeks ago
'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 week ago
A
রামায়ণের সাত পর্ব
B
রামায়ণে বর্ণিত বৃক্ষ
C
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
D
বৃহৎ বিষয়
‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগ্ধারাটি সাধারণত বৃহৎ বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হলো:
ঢাকের বাঁয়া – অকেজো বা অর্থহীন।
ঢেঁকির কুমির – অপদার্থ বা অযোগ্য।
ঢাক পেটানো – প্রচার করা বা ব্যাপকভাবে জানান।
উড়নচণ্ডী – বেহিসেবি বা অপ্রয়োজনীয়ভাবে আচরণ করা।
হাড়হদ্দ – সবকিছু বা সর্বোচ্চ।
ঢাকঢাক গুড় গুড় – লুকোচুরি বা গোপন কার্যকলাপ।
দিবাস্বপ্ন – অলীক কল্পনা বা বাস্তব নয় এমন চিন্তা।
0
Updated: 1 week ago