ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
A
ব্যারোমিটার
B
সেক্সট্যান্ট
C
সিসমোগ্রাফ
D
ম্যানোমিটার
উত্তরের বিবরণ
ভূমিকম্প সনাক্ত করার যন্ত্রকে সিসমোগ্রাফ বলা হয়।
-
সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করে সূর্যের উচ্চতা কোণ মাপা হয়, যা থেকে অক্ষাংশ নির্ণয় করা সম্ভব।
-
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।
-
গ্যাসের চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হলো ম্যানোমিটার।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 2 months ago
হিগস কণা (Higgs Boson) আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়েছে?
Created: 1 week ago
A
লার্জ হ্যাড্রন কোলাইডার
B
স্পিৎজার স্পেস টেলিস্কোপ
C
হাবল স্পেস টেলিস্কোপ
D
কেপলার স্পেস অবজারভেটরি
লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC) বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী পার্টিকল অ্যাক্সিলারেটর, যা সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত CERN-এ স্থাপন করা হয়েছে। ২০১২ সালে এখানেই হিগস বোসনের অস্তিত্ব নিশ্চিত করা হয়, যা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
হিগস বোসন:
- হিগস বোসন এর স্পিন 0, তবে এর ভর আছে।
- হিগস বোসন বুঝতে হলে হিগস ক্ষেত্র সম্বন্ধে জানতে হবে।
- হিগস ক্ষেত্র একটি তাত্ত্বিক বলক্ষেত্র যা সর্বত্র ছড়িয়ে আছে।
- এই ক্ষেত্রের কাজ হলো মৌলিক কণাগুলোকে ভর প্রদান করা।
- যখন কোনো ভরহীন কণা হিগস ক্ষেত্রে প্রবেশ করে তখন তা ধীরে ধীরে ভর লাভ করে। ফলে তার চলার গতি ধীর হয়ে যায়।
- হিগস বোসনের মাধ্যমে ভর কণাতে স্থানান্ডরিত হয়।
- এই হিগস বোসন কণাই ঈশ্বর কণা ( God's Particle) নামে পরিচিত।

0
Updated: 1 week ago
বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র কোনটি?
Created: 2 weeks ago
A
অ্যানিমোমিটার
B
ক্রেসকোগ্রাফ
C
অ্যাটমোমিটার
D
ক্রোনোমিটার
বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র:
-
অ্যানিমোমিটার (Anemometer)
অন্যান্য পরিমাপক যন্ত্র:
-
বাষ্পীভবনের হার পরিমাপক: অ্যাটমোমিটার (Atmometer)
-
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র: ক্রেসকোগ্রাফ (Crescograph)
-
সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র: ক্রোনোমিটার (Chronometer)
উৎস: ব্রিটানিকা এবং সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
সরু তারের ব্যাস নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
স্লাইড ক্যালিপার্স
B
তুলা যন্ত্র
C
স্ক্রু গজ
D
মিটার স্কেল
স্ক্রু গজ (Micrometer Screw Gauge)
স্ক্রু গজ-কে মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়।
এটি ইস্পাত দ্বারা নির্মিত।
স্ক্রু যন্ত্রের সাহায্যে নিম্নলিখিত ক্ষুদ্র বস্তুর পরিমাপ করা যায়:
ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য
সরু তারের ব্যাস
সরু চোঙের ব্যাসার্ধ
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago