নিচের কোন বানানটি শুদ্ধ?
A
প্রনালি
B
প্রোজ্জল
C
কূপমণ্ডূক
D
প্রনয়ন
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো কূপমণ্ডূক। এটি একটি বিশেষ্য পদ এবং এর অর্থ সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।
অন্যদিকে শুদ্ধ বানানসমূহ হলো
-
প্রণালি (ভুল: প্রনালি)
-
প্রোজ্জ্বল (ভুল: প্রোজ্জল)
-
প্রণয়ন (ভুল: প্রনয়ন)
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
পিপীলিকা
B
পিপিলিকা
C
পীপিলীকা
D
পিপীলীকা
পিপীলিকা শব্দটি এসেছে সংস্কৃত "পিপীলিকা" থেকে, যার অর্থ পিঁপড়া।
-
বাংলা বানানে এটি "পিপীলিকা" রূপে শুদ্ধ।
-
অন্যান্য রূপ যেমন—
-
পিপিলিকা (একটি ই-কার বাদ দেওয়ায় ভুল)
-
পীপিলীকা (অতিরিক্ত ঈ-কার ব্যবহারে ভুল)
-
পিপীলীকা (শেষে ঈ-কার দেওয়া ভুল)
-
তাই বাংলা ব্যাকরণ ও শুদ্ধ বানান অনুসারে শুদ্ধ রূপ হলো — পিপীলিকা।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 3 months ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
ভুল বানান কোনটি?
Created: 1 month ago
A
ভূবন
B
অন্তঃসার
C
মুহূর্ত
D
অদ্ভুত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ভুবন শব্দের বানান এবং অর্থ
-
ভুবন (বিশেষ্য) একটি সংস্কৃত শব্দ।
-
এর গঠন প্রকৃতি প্রত্যয় অনুযায়ী: √ ভূ + অন।
-
অর্থ: পৃথিবী, জগৎ।
-
"ভুবন" বানানটি সঠিক, তবে "ভুবন"ের পরিবর্তে "ভুবন" লেখা হলে তা ভুল বানান হিসেবে গণ্য হবে।
-
অন্যদিকে, অন্তঃসার, মুহূর্ত, অদ্ভুত এই শব্দগুলোর বানান শুদ্ধ।
0
Updated: 1 month ago