The idiom "Carry the day" means:
A
To lose a game
B
To postpone an activity
C
To win or be successful
D
To carry something physically all day
উত্তরের বিবরণ
Carry the day একটি idiom, যা বোঝায় কোনো প্রতিযোগিতা বা প্রচেষ্টায় জয়লাভ করা বা সফল হওয়া। এটি সাধারণত triumph বা success বোঝাতে ব্যবহৃত হয়।
-
Carry the day (idiom)
English Meaning: To win a contest or competition; be triumphant; succeed
Bangla Meaning: জয়ী হওয়া -
Correct Answer: To win or be successful
-
Other Options:
ক) To lose a game → বিপরীত অর্থ
খ) To postpone an activity → সম্পর্কহীন (put off)
ঘ) To carry something physically all day → শব্দার্থিক অর্থ (idioms সাধারণত রূপক অর্থে ব্যবহার হয়) -
Example Sentence:
-
Courage would carry the day.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which period is known as "The golden age of English literature?
Created: 3 months ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান
0
Updated: 3 months ago
What is the primary meaning of "polemic" as a noun?
Created: 1 month ago
A
A peaceful agreement
B
A gentle and pleasant speech
C
A strong verbal or written attack
D
An aesthetic and artistic expression
Correct Answer: A strong verbal or written attack
Meaning: Polemic (noun) – একটি বক্তৃতা বা লিখিত রচনা যা অত্যন্ত জোরালোভাবে কোনো বিষয় বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন করে; বিবাদ, বাদানুবাদ বা বিতর্কনৈপুণ্য।
Synonyms:
-
Contentious – শত্রুতাপূর্ণ
-
Factious – কোন্দল বা বিরোধমূলক
-
Combative – দ্বন্দ্ব বা শত্রুতামূলক
-
Litigious – বিতর্কিত এবং বিদ্বেষপূর্ণ
-
Belligerent – যুদ্ধবাজ
Antonyms:
-
Gentle – ভদ্র
-
Kind – দয়াদ্র
-
Dispassionate – নিরপেক্ষ, উত্তেজনাহীন
-
Aesthetic – নান্দনিক
-
Pleasant – আনন্দদায়ক
Other Forms:
-
Polemical (adjective) – বিবাদপ্রিয়; বাদানুবাদকুশল; বিবাদকুশল; বিবাদাত্মক; বিতর্কমূলক; বাদানুবাদাত্মক
-
Polemically (adverb) – বিসংবাদীরূপে, বিবাদাত্মকভাবে
Other Options:
-
ক) "Peaceful agreement" – বিপরীত অর্থ; Polemic হলো সংঘাতময়
-
খ) "Gentle speech" – Polemic জোরালো ও আক্রমণাত্মক
-
ঘ) "Artistic expression" – Polemic যুক্তিনির্ভর, শিল্পমুখী নয়
Example Sentences:
-
I think he wrote it in haste, he wrote it in anger, he wrote a brilliant polemic.
-
Preaching and exegetical literature might also have a polemic purpose.
0
Updated: 1 month ago
When you see such kindness, you cannot but ________ something to repay it.
Created: 1 month ago
A
done
B
doing
C
do
D
to do
Complete Sentence: When you see such kindness, you cannot but do something to repay it।
-
Cannot help / Cannot but
-
এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু না করে থাকা সম্ভব নয় বোঝাতে
-
Cannot help-এর পরে gerund (verb+ing) বসে
-
Cannot but-এর পরে verb-এর base form বসে
-
-
যেহেতু প্রদত্ত বাক্যে Cannot but ব্যবহার হয়েছে, তাই শূন্যস্থানে do বসানো হয়েছে
-
More Examples:
-
I cannot but laugh.
-
I cannot help going there.
-
0
Updated: 1 month ago