Which word is an antonym of "obdurate"?
A
Obstinate
B
Tractable
C
Obvious
D
Obscurity
উত্তরের বিবরণ
Obdurate একটি adjective, যা বোঝায় কোনো ব্যক্তি বা তার আচরণ অত্যন্ত একগুঁয়ে, অনমনীয় এবং অন্যের পরামর্শ বা দাবি অগ্রাহ্য করে। এটি সাধারণত stubborn বা uncompromising স্বভাবকে নির্দেশ করে।
-
Obdurate (adjective)
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন -
Correct Answer (Antonym): Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য)
-
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Obstinate (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অটল), Cussed (বেয়াড়া; হতচ্ছাড়া), Refractory (অদম্য; নিয়ন্ত্রণ অযোগ্য)
-
Antonyms: Amenable (বাধ্য; অনুগত), Complaisant (সৌজন্যপূর্ণ), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া যায়; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য), Docile (নিরীহ; বিনয়ী)
-
Other Forms:
-
Obdurately (adverb)
-
Obduracy (noun)
-
-
Other Options:
-
Obvious (স্পষ্ট; পরিষ্কার; সোজা)
-
Obscurity (অখ্যাতি)
-
-
Example Sentences:
-
The president remains obdurate on immigration.
-
The child's misery would move even the most obdurate heart.
-
-
Source:
0
Updated: 1 month ago
The word "Ubiquitous" means -
Created: 1 month ago
A
Rare
B
Present everywhere
C
Dangerous
D
Invisible
Word: Ubiquitous (Adjective)
English Meaning: Something that is present, found, or existing everywhere or in many places at the same time; widely spread or constantly encountered.
Bangla Meaning: সর্বব্যাপী; সর্বত্র বিদ্যমান; চারিদিকে ছড়িয়ে থাকা।
Detailed Explanation:
The adjective ubiquitous is often used to describe things, trends, or phenomena that are so common and widespread that they seem to be present everywhere. It conveys the idea of omnipresence in daily life or society. For example, technologies, cultural practices, or even natural elements can be described as ubiquitous.
Options Meaning:
-
Rare → দুর্লভ; অস্বাভাবিক; যা সচরাচর দেখা যায় না।
-
Present everywhere → সর্বত্র উপস্থিত; সর্বব্যাপী; যা সর্বত্র বিদ্যমান। (Correct answer)
-
Dangerous → বিপজ্জনক; বিপৎসংকুল।
-
Invisible → অদৃশ্য; অলক্ষ্য; যা দেখা যায় না।
Example Sentences:
-
Mobile phones have become so ubiquitous that almost everyone owns one.
-
মোবাইল ফোন এতটাই সর্বব্যাপী হয়ে উঠেছে যে প্রায় সবাই একটি করে ব্যবহার করে।
-
-
In modern cities, surveillance cameras are ubiquitous, monitoring public spaces constantly.
-
আধুনিক শহরে সর্বত্র নজরদারির ক্যামেরা রয়েছে, যা সর্বক্ষণ জনসমাগম স্থান পর্যবেক্ষণ করে।
-
0
Updated: 1 month ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
0
Updated: 1 month ago
Sidney says poets create:
Created: 5 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।
0
Updated: 5 months ago