What does "ameliorate" mean?
A
To make a situation worse
B
To make a bad situation better
C
To leave a situation unchanged
D
To completely solve a problem
উত্তরের বিবরণ
Ameliorate একটি verb, যা বোঝায় কোনো খারাপ বা অপ্রিয় পরিস্থিতি উন্নত বা ভালো করা। এটি সাধারণত সমস্যা বা কষ্ট হ্রাস করতে ব্যবহৃত হয়।
-
Ameliorate (verb)
English Meaning: To make a bad or unpleasant situation better
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা -
Correct Answer: খ) To make a bad situation better
-
Synonyms: Improve (উন্নতিসাধন করা), Make better (আরও ভালো করা), Refine (শোধন/বিশুদ্ধ করা), Amend (সংশোধিত করা), Upgrade (মানোন্নয়ন করা)
-
Antonyms: Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Leave alone (কিছু পরিবর্তন না করা), Deteriorate (অবনতি হওয়া), Decline (পতন হওয়া), Weaken (দুর্বল হওয়া)
-
Other Forms:
-
Amelioration (noun)
-
-
Example Sentences:
-
The humor ameliorates the violence in the statement.
-
This medicine should help ameliorate the pain.
-
-
Source:
0
Updated: 1 month ago
The play 'The Alchemist' was written by-
Created: 1 month ago
A
Ben Jonson
B
Jeremy Taylor
C
George Herbert
D
Sir John Suckling
The Alchemist – Play by Ben Jonson
১. About the Play
-
Title: The Alchemist
-
Author: Ben Jonson
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date of Publication: 1612
-
Plot Overview:
-
নাটকটি revolves around Lovewit, যিনি তার লন্ডনের বাড়ির দায়িত্ব দেয় তার চতুর চাকর Face-এর হাতে।
-
নাটকটি হাস্যরসাত্মক উপায়ে লোভ, প্রতারণা ও মানুষের দুর্বলতা তুলে ধরে।
-
২. About Ben Jonson
-
English writer, Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
-
Jonson-এর নাটকগুলোতে চরিত্রগুলোর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (humours) বিশেষভাবে ফুটে ওঠে।
৩. Notable Plays by Ben Jonson
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)
৪. Important Note
-
এটি Ben Jonson-এর নাটক, পৌলো কোয়েলোর 1988 সালের উপন্যাস "The Alchemist" এর সঙ্গে সংযোগ নেই।
0
Updated: 1 month ago
(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
Created: 1 month ago
A
Truthful
B
Honest
C
Deceitful
D
Sincere
Veracious (Adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী
Synonyms (সমার্থক):
-
Exact → যথাযথ
-
Literal → আক্ষরিক
-
Faithful → বিশ্বস্ত
-
Honest → সৎ
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
Antonyms (বিপরীতার্থক):
-
Untrue → অসত্য
-
Dishonest → অসৎ
-
Improper → অনুপযুক্ত
-
Fraudulent → প্রতারণামূলক
-
Mendacious → দুষ্টু
Related Options:
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
-
Honest → সৎ
-
Deceitful → প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
-
Sincere → আন্তরিক; অকৃত্রিম
Other Forms:
-
Veraciously (adverb) → সত্যনিষ্ঠভাবে
-
Veracity [ভ্যার্যাসাটি] (noun, uncountable) → সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Source:
0
Updated: 1 month ago
Mr Hemal is a man of letters.
Here the underlined phrase is -
Created: 2 months ago
A
Noun phrase
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
Correct Answer
ক) Noun phrase ✅
Explanation:
-
Man of letters একটি noun phrase কারণ এটি noun এর মতো কাজ করে।
-
এটি এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি পন্ডিত, জ্ঞানী বা সাহিত্যিক।
-
মূল শব্দ "man" একটি noun, এবং এটি prepositional phrase "of letters" দ্বারা modified হয়েছে।
Bangla English: পন্ডিত লোক।
English English: scholar, author.
Other Options
খ) Verbal phrase → verb form থাকে (যেমন: writing a book)। এখানে নেই, তাই প্রযোজ্য নয়।
গ) Adjective phrase → noun কে modify করে। কিন্তু এখানে পুরো phrase-ই noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
ঘ) Adverbial phrase → verb/adjective/adverb কে modify করে। এই phrase তা করছে না।
0
Updated: 2 months ago