What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
উত্তরের বিবরণ
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:
0
Updated: 1 month ago
Antonym of 'Misanthropist' -
Created: 2 months ago
A
Cynic
B
Grouch
C
Recluse
D
Optimist
Word: Misanthropist (noun)
Meaning
-
English: A person who dislikes humankind and avoids human society.
-
Bangla: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষী; মানববৈরী।
Synonyms
-
Cynic → চিরবিষণ্ণ ব্যক্তি
-
Grouch → আকস্মিক বদমেজাজী
-
Recluse → একান্তবাসী / সন্ন্যাসী
Antonyms
-
Optimist → শুভবাদী / আশাবাদী ব্যক্তি
-
Positivist → প্রত্যক্ষবাদী
-
Sentimentalist → ভাবপ্রবণ ব্যক্তি
Example
-
After years of betrayal, he turned into a misanthropist and lived in solitude.
0
Updated: 2 months ago
The ceiling was embellished ____ flowers and leaves.
Created: 2 months ago
A
of
B
in
C
on
D
with
Complete Sentence:
The ceiling was embellished with flowers and leaves.
Embellish
-
English Meaning: to make something more beautiful by adding something to it.
-
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Embellished [with]
-
"অলংকৃত করা" অর্থে Embellished এর সাথে সবসময় with preposition ব্যবহৃত হয়।
-
তাই শূন্যস্থানে with বসানোই সঠিক।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary
0
Updated: 2 months ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
বাক্য "We resurfaced the floor because it wasn't even" এ ‘even’ শব্দটি একটি adjective হিসেবে ব্যবহার হয়েছে, যা ফ্লোরের সমান বা সমতল না থাকার বিষয়টি বোঝাচ্ছে।
-
Even (adjective): ইংরেজিতে মানে হলো flat and smooth, বা একই স্তরে থাকা। বাংলায় অর্থ সমতল, মসৃণ বা ভারসাম্যপূর্ণ।
-
শব্দটি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন adjective, adverb, verb, তবে Be verb-এর পরে সাধারণত adjective বসে, তাই এখানে ‘even’ adjective।
-
Even (adverb): এটি ব্যবহৃত হয় কোনো বিষয় বিস্ময়কর, অপ্রত্যাশিত বা চরম ধরণের বোঝানোর জন্য। উদাহরণ: I don't even know where it is.
-
Even (verb): দুটি জিনিস সমান করার অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: That result evens the series at two games apiece.
-
প্রাচীন বা archaic অর্থে ‘Even’ noun হিসেবেও ব্যবহৃত হয়েছে। উদাহরণ: a member of an indigenous people living in the Kamchatka peninsula of eastern Siberia.
0
Updated: 1 month ago