What does the idiom "cost a pretty penny" mean?
A
To be free of cost
B
To be very cheap
C
To be very expensive
D
To be moderately priced
উত্তরের বিবরণ
Cost a pretty penny একটি idiom, যা বোঝায় কোনো জিনিস অত্যন্ত দামী বা অনেক মূল্যবান হওয়া। সাধারণত এটি কোনো জিনিসের উচ্চ খরচ বা ব্যয় বোঝাতে ব্যবহৃত হয়।
-
Cost a pretty penny (idiom)
English Meaning: To be very expensive
Bangla Meaning: খুব দামি; অনেক মূল্যবান -
Correct Answer: To be very expensive (খুব দামি হওয়া)
-
Other Options:
ক) To be free of cost → বিপরীত অর্থ
খ) To be very cheap → বিপরীত অর্থ
ঘ) To be moderately priced → যথাযথ নয়; উঁচু দাম বোঝায় না -
Example Sentences:
-
That coat must have cost you a pretty penny!
-
His hobby of collecting rare stamps costs him a pretty penny every year.
-
-
Source:
0
Updated: 1 month ago
"All's Well That Ends Well" was written by which famous playwright?
Created: 2 months ago
A
Francis Bacon
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
All's Well That Ends Well উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি নাটক (১৬০১–০৫), যার কাহিনি Giovanni Boccaccio-র Decameron থেকে নেওয়া। নায়িকা হেলেনা, এক চিকিৎসকের কন্যা, কাউন্ট বার্ট্রামের প্রেমে পড়ে। রাজাকে সুস্থ করে হেলেনা পুরস্কার হিসেবে বার্ট্রামকে বিয়ে করে, কিন্তু বার্ট্রাম পালিয়ে যায় ও শর্ত দেয় আংটি এবং সন্তান হলে তাকে স্ত্রী মানবে। হেলেনা ছদ্মবেশে চালাকি করে শর্ত পূরণ করে, শেষে বার্ট্রাম তাকে মেনে নেয়।
William Shakespeare (১৫৬৪–১৬১৬) ইংল্যান্ডের কবি, নাট্যকার ও অভিনেতা, “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত। তাঁর রচনা ভাষার উৎকর্ষ, গভীর মানবিকতা ও নাট্যশৈলীর জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
বিখ্যাত নাটক: A Midsummer Night’s Dream, All’s Well That Ends Well, Antony and Cleopatra, Hamlet, Macbeth, Othello, King Lear, The Tempest ইত্যাদি।
উত্তর: গ) William Shakespeare
0
Updated: 2 months ago
The antonym of the word "Wane" is -
Created: 1 month ago
A
Relish
B
Coarse
C
Increase
D
Decline
• Wane (Verb, Noun)
-
English Meaning: To decrease gradually in strength, intensity, or importance.
-
Bangla Meaning: ক্রমশ হ্রাস পাওয়া; দুর্বলতর বা কমে যাওয়া।
-
Synonyms: Subside, Diminish, Decrease, Decline
-
Antonyms: Rise, Grow, Increase, Intensify
-
Options Explanation:
-
Relish – রুচি; স্বাদ
-
Coarse – অসূক্ষ্ম; অমার্জিত
-
Increase – বৃদ্ধি; উপচয়
-
Decline – দুর্বলতর হওয়া; হ্রাস পাওয়া (সঠিক সমার্থক)
-
-
Example Sentences:
-
The moon wanes every night until the new moon appears.
-
His interest in the project began to wane after a few weeks.
-
Popularity of that singer started to wane as new artists emerged.
-
0
Updated: 1 month ago
What is the synonym of "Berate"?
Created: 2 months ago
A
Reprimand
B
Forgive
C
Unique
D
Profound
• Berate:
English meaning: to criticize or speak in an angry manner to someone.
Bangla meaning: তীব্র ভর্ৎসনা করা।
Options,
ক) Reprimand:
- কঠোর তিরস্কার করা।
খ) Forgive:
- ক্ষমা/মাফ/মার্জনা করা।
গ) Unique:
- অদ্বিতীয়; অনন্য; একমাত্র।
ঘ) Profound:
- গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Berate" - Reprimand.
0
Updated: 2 months ago