What does the idiom "cost a pretty penny" mean?
A
To be free of cost
B
To be very cheap
C
To be very expensive
D
To be moderately priced
উত্তরের বিবরণ
Cost a pretty penny একটি idiom, যা বোঝায় কোনো জিনিস অত্যন্ত দামী বা অনেক মূল্যবান হওয়া। সাধারণত এটি কোনো জিনিসের উচ্চ খরচ বা ব্যয় বোঝাতে ব্যবহৃত হয়।
-
Cost a pretty penny (idiom)
English Meaning: To be very expensive
Bangla Meaning: খুব দামি; অনেক মূল্যবান -
Correct Answer: To be very expensive (খুব দামি হওয়া)
-
Other Options:
ক) To be free of cost → বিপরীত অর্থ
খ) To be very cheap → বিপরীত অর্থ
ঘ) To be moderately priced → যথাযথ নয়; উঁচু দাম বোঝায় না -
Example Sentences:
-
That coat must have cost you a pretty penny!
-
His hobby of collecting rare stamps costs him a pretty penny every year.
-
-
Source:
0
Updated: 1 month ago
Alexander Pope is a famous author from -
Created: 2 months ago
A
Renaissance period
B
Modern period
C
Victorian period
D
Augustan period
Alexander Pope (১৬৮৮–১৭৪৪)
-
পরিচয়: Poet এবং satirist
-
সাহিত্যিক যুগ: English Augustan period (ঘ)
-
বিশেষত্ব:
-
Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি
-
Mock Heroic Poet হিসাবেও পরিচিত
-
সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম
-
✦ Augustan Age
-
অন্য নাম: Age of Pope
-
কারণ: Alexander Pope-এর আধিপত্য ও সাহিত্যিক প্রভাব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
Duncan
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
Eloisa to Abelard
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 2 months ago
One who cannot be corrected.
Created: 1 month ago
A
Incurable
B
Hardened
C
Incorrigible
D
Invulnerable
Incorrigible (Adjective)
-
English Meaning: Having bad habits that cannot be changed or improved.
-
Bangla Meaning: অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য
Other Options:
-
Incurable: That cannot be cured → অচিকিৎসা; অন্যরোগ্য
-
Hardened: To become or make something become solid or stiff → কঠিনীভূত; ঘেঁচড়া
-
Invulnerable: That cannot be harmed or defeated → আহত বা ক্ষতিগ্রস্ত করা যায় না এমন; অভেদ্য; অবেধ্য; অনাক্রম
Source:
0
Updated: 1 month ago
“Thrive” শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
শোক প্রকাশ করা
B
উন্নতি লাভ করা
C
সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া
D
শুকিয়ে যাওয়া
Thrive” শব্দের অর্থ উন্নতি লাভ করা।
• Thrive (verb)
- English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way.
- Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।
• Synonyms
- Flourish (সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা),
- Prosper (সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা),
- Bloom (পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভ করা)।
• Antonyms
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Wither (শুকিয়ে যাওয়া; বিবর্ণ হওয়া; মরে যাওয়া),
- Fail (অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া)।
• Example Sentence
- Children thrive when given love and attention.
- The business is thriving under new management.
• Other options:
- Affirm (verb) (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা),
- Sparse (adj) বিরলভাবে বিক্ষিপ্ত।
0
Updated: 2 months ago