What does the idiom "Cook the books" mean?
A
To alter records fraudulently
B
To prepare financial records accurately
C
To manage a business efficiently
D
To share financial information openly
উত্তরের বিবরণ
Cook the books একটি idiom, যা বোঝায় হিসাবপত্রে জালিয়াতি বা কারচুপি করা, অর্থাৎ কোনো আর্থিক তথ্যকে অসৎ বা অবৈধভাবে পরিবর্তন করা।
-
Cook the books (idiom)
English Meaning: Alter facts or figures dishonestly or illegally
Bangla Meaning: হিসাবপত্রে কারচুপি করা; জালিয়াতি করা -
Correct Answer: ক) To alter records fraudulently (হিসাবপত্রে জালিয়াতি করা)
-
Other Options:
খ) To prepare financial records accurately → বিপরীত অর্থ (সত্যনিষ্ঠ হিসাব)
গ) To manage a business efficiently → সম্পর্কহীন (হিসাবরক্ষণে নয়)
ঘ) To share financial information openly → বিপরীত অর্থ (cook the books মানে তথ্য লুকানো) -
Example Sentence:
-
He was an accountant; he could have cooked the books and made himself a lot more money.
-
-
Source:

0
Updated: 1 day ago
Who wrote Arcadia?
Created: 2 weeks ago
A
Christopher Marlowe
B
Sir Philip Sidney
C
Ben Jonson
D
Nicholas Udall
Arcadia
-
রচনা: Sir Philip Sidney
-
ধরন: Heroic prose romance / Pastoral romance
-
Dedication: Mary Herbert (writer-এর বোন)
-
গল্প: Duke Basilius ভবিষ্যদ্বাণী এড়িয়ে গ্রামে আশ্রয় নেন; দুই কন্যা Pamela ও Philoclea যুবরাজদের আকৃষ্ট করে; প্রেম, ষড়যন্ত্র ও রাজনৈতিক কূটকৌশল দ্বারা জটিল প্লট।
Sir Philip Sidney
-
Elizabethan courtier, statesman, soldier, poet
-
বিখ্যাত sonnet cycle: Astrophel and Stella
Famous Works
-
Arcadia
-
Astrophel and Stella
-
The Defence of Poesy / An Apology for Poetry

0
Updated: 2 weeks ago
Which of the following best defines "Irony" in literature?
Created: 1 week ago
A
An expression or statement where the real meaning is concealed or contradicted
B
Compressed form of simile
C
Negative statement in order to emphasize a positive meaning
D
Character suddenly understands their mistake
Irony হলো এমন একটি প্রকাশ বা বক্তব্য যেখানে প্রকৃত অর্থ আড়ালে থাকে বা উল্টোভাবে প্রকাশ করা হয়। এটি প্রায়শই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রকাশিত অর্থের বিপরীত অর্থই বোঝানো হয়।
Irony
-
এটি এমন একটি statement, situation বা action, যার আংশিক বা পুরো অর্থ সরাসরি বোঝানো কথার বিপরীত।
-
অনেক সময় প্রশংসার আড়ালে নিন্দা বা নিন্দার আড়ালে প্রশংসা প্রকাশ করা হয়।
-
সহজভাবে বললে, এটি এমন বক্তব্য যা যা বলা হচ্ছে তার বিপরীত অর্থ বোঝায়।
উদাহরণ
-
Jane Austen-এর Pride and Prejudice নাটকের প্রথম বাক্য:
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.” -
Samuel Coleridge-এর Rime of the Ancient Mariner-এও দেখা যায়: নাবিক তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে অথচ চারপাশে পানি।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Litotes: কোনো ইতিবাচক অর্থকে জোরদার করতে নেতিবাচক রূপে প্রকাশ।
-
Metaphor: সংক্ষিপ্ত রূপে তুলনা প্রকাশ করা, simile-এর বিকল্প।
-
Epiphany: চরিত্র হঠাৎ করে নিজের ভুল বুঝে ফেলা।

0
Updated: 1 week ago
Which of the following lines from Macbeth is in iambic pentameter?
Created: 1 month ago
A
"Double, double toil and trouble"
B
"Is this a dagger which I see before me?"
C
"Out, damned spot! Out, I say!"
D
"Fair is foul, and foul is fair"

0
Updated: 1 month ago