আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মে মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে ৪ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
A
৪/৭
B
২/৭
C
১/২
D
৩/৭
উত্তরের বিবরণ
সমাধান:
৩য় সপ্তাহে মোট = ৭ দিন
৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে = ৪ দিন
৩য় সপ্তাহে বৃষ্টি হয়নি = ৭ - ৪ = ৩ দিন
∴ বৃষ্টি না হবার সম্ভাবনা = ৩/৭
0
Updated: 1 month ago
একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
১/১৩
B
২/১৩
C
৩/১৩
D
৬/১৩
প্রশ্ন: একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
প্যাকেটে মোট তাস থাকে = ৫২ টি
৫২ টি তাসে রাজা বা রাণীর সংখ্যা = (৪ + ৪) টি = ৮ টি
∴ তাসটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ = ২/১৩
0
Updated: 1 month ago
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট হলে প্রকৃত সময় কত?
Created: 2 months ago
A
৩ : ১৬
B
৪ : ১৬
C
৩ : ৪৪
D
৪ : ৪৪
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৭ : ১৬
= ৪ : ৪৪
0
Updated: 2 months ago
What will replace the '?' mark?
Created: 1 month ago
A
60
B
70
C
85
D
100

Solution:
এখানে, উপরের সংখ্যাটি নিচের দুটি সংখ্যার যোগফলের দ্বিগুণ।
১ম চিত্রে,
(15 + 10) × 2 = 25 × 2 = 50
২য় চিত্রে,
(30 + 15) × 2 = 45 × 2 = 90
একইভাবে, ৩য় চিত্রে,
(25 + 10) × 2 = 35 × 2 = 70
সুতরাং, সঠিক উত্তরটি হবে 70।
এখানে, উপরের সংখ্যাটি নিচের দুটি সংখ্যার যোগফলের দ্বিগুণ।
১ম চিত্রে,
(15 + 10) × 2 = 25 × 2 = 50
২য় চিত্রে,
(30 + 15) × 2 = 45 × 2 = 90
একইভাবে, ৩য় চিত্রে,
(25 + 10) × 2 = 35 × 2 = 70
সুতরাং, সঠিক উত্তরটি হবে 70।
0
Updated: 1 month ago