1 + 2 + 3 + ............ + 58 = কত?
A
1719
B
1715
C
1711
D
1708
উত্তরের বিবরণ
সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1
পদসংখ্যা, n = 58
∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (58/2){2 × 1 + (58 - 1) × 1}
= 29 × (2 + 57)
= (29 × 59)
= 1711
0
Updated: 1 month ago
a + b + c + d + .... একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
Created: 3 weeks ago
A
r = (a + b) / 2
B
a = (b + c) / 2
C
c / b = a / b
D
b / a = d / c
সমাধান:
a + b + c + d + .... একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ / ১মপদ
= ৩য় পদ / ২য় পদ = চতুর্থ পদ / ৩য় পদ
∴ b/a = c/b = d/c
∴ b/a = d/c সম্পর্কটি সঠিক।
0
Updated: 3 weeks ago
০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
৪
B
৫
C
৭
D
৮
প্রশ্ন: ০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে = ৫
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি অনুক্রম।
এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি।
অনুক্রমটিতে,
০ + ১ = ১
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
0
Updated: 1 month ago
৭ + ১১ + ১৫ +...... ধারাটির কোন পদ ২০৩?
Created: 1 month ago
A
৪৭ তম পদ
B
৫০ তম পদ
C
৫৪ তম পদ
D
৬২ তম পদ
প্রশ্ন: ৭ + ১১ + ১৫ +...... ধারাটির কোন পদ ২০৩?
সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১১ - ৭ = ৪
মনে করি, ধারাটির n-তম পদ হলো ২০৩।
আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
a + (n - 1)d = ২০৩
বা, ৭ + (n - 1)৪ = ২০৩
বা, ৭ + ৪n - ৪ = ২০৩
বা, ৪n + ৩ = ২০৩
বা, ৪n = ২০৩ - ৩
বা, ৪n = ২০০
বা, n = ২০০/৪
∴ n = ৫০
সুতরাং, ধারাটির ৫০-তম পদ হলো ২০৩।
0
Updated: 1 month ago