নিউট্রন আবিষ্কার করেন
A
কিউরি
B
রাদারফোর্ড
C
চ্যাডউইক
D
থমসন
উত্তরের বিবরণ
নিউট্রন
-
নিউট্রন হলো একটি নিরপেক্ষ উপ-পরমাণুক কণা, যার কোনো বৈদ্যুতিক আধান নেই।
-
এই কণাটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৩২ সালে, বিজ্ঞানী জেমস চ্যাডউইকের গবেষণার মাধ্যমে।
-
নিউট্রনের ভর প্রোটনের ভরের কাছাকাছি, প্রায় সমান।
-
পৃথিবীর একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন পরমাণু ছাড়া, প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে অন্তত একটি নিউট্রন থাকে।
-
নিউট্রনকে সাধারণত প্রতীক n দিয়ে প্রকাশ করা হয়।
-
এর প্রকৃত ভর প্রায় 1.675 × 10⁻²⁴ গ্রাম।
-
নিউট্রনের আপেক্ষিক আধান শূন্য অর্থাৎ এটি কোনো আধান বহন করে না।
সূত্র: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
এডওয়ার্ড জেনার
B
আলেকজান্ডার ফ্লেমিং
C
লুই পাস্তুর
D
জোনাস সাল্ক
জোনাস সাল্ক ১৯৫৫ সালে প্রথম কার্যকর নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন (Inactivated Polio Vaccine – IPV) উদ্ভাবন করেন।
পোলিও ভ্যাকসিন: - পোলিও ভাইরাসজনিত স্নায়ুতন্ত্রের সংক্রামক রোগ পোলিও প্রতিরোধে ব্যবহৃত হয়।- আবিষ্কারক: জোনাস সাল্ক, যুক্তরাষ্ট্র।- সময়কাল: ১৯৫০-এর দশকের প্রথম দিকে।- বৈশিষ্ট্য: Killed virus (নিষ্ক্রিয় ভাইরাস) দ্বারা তৈরি, ইনজেকশনের মাধ্যমে প্রদান।- ব্যাপক ব্যবহার শুরু: ফেব্রুয়ারি ১৯৫৪, মার্কিন স্কুলশিশুদের টিকাদান কর্মসূচিতে।- ফলাফল: যুক্তরাষ্ট্রে পোলিও আক্রান্তের হার প্রতি ১ লক্ষে ১৮ জন থেকে কমে ২ জনের নিচে নেমে আসে।
অন্যান্য অপশনসমূহ,
এডওয়ার্ড জেনার: গুটিবসন্তের ভ্যাকসিন উদ্ভাবন করেন (প্রথম ভ্যাকসিন)।আলেকজান্ডার ফ্লেমিং: পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।লুই পাস্তুর: জলাতঙ্ক ও অ্যানথ্রাক্সসহ একাধিক ভ্যাকসিন উদ্ভাবন করেন এবং জীবাণু তত্ত্ব প্রতিষ্ঠা করেন।
উৎস: ব্রিটানিকা।
অন্যান্য অপশনসমূহ,
এডওয়ার্ড জেনার: গুটিবসন্তের ভ্যাকসিন উদ্ভাবন করেন (প্রথম ভ্যাকসিন)।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পেনিসিলিয়াম আবিষ্কার করেন-
Created: 2 months ago
A
রবার্ট হুক
B
টমাস এডিসন
C
আলেকজান্ডার ফ্লেমিং
D
জেমস ওয়াট
[পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়। ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। ১৯৪০ সালে বিজ্ঞানী চেইন ও ফ্লোরি এবং তাঁদের সহকর্মীরা ১৯৪০ সালের শুরুতেই বিশুদ্ধ পেনিসিলিন উৎপাদনে সক্ষম হন এবং পেনিসিলিনের বানিজ্যিক উৎপাদনেও অবদান রাখেন।]
• পেনিসিলিন:
- পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং।
- সময়: ১৯২৮ সাল।
- স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- একটি পরীক্ষাগারে ফ্লেমিং স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাবশত পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাকের জীবাণুনাশক ক্ষমতা আবিষ্কার করেন।
- পেনিসিলিন ছিল প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক, যা জীবাণুজনিত রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৫ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
উৎস:
1. Britannica.
2. Nobel Prize Official Website.

0
Updated: 2 months ago
কম্পিউটার কে আবিষ্কার করেন?
Created: 2 months ago
A
ইউলিয়াম অটরেড
B
ব্লেইসি প্যাসকেল
C
হাওয়ার্ড এইকিন
D
আবাকাস
কম্পিউটার আবিষ্কারে হাওয়ার্ড এইকিনের অবদান
কম্পিউটারের ইতিহাসে ড. হাওয়ার্ড এইচ আইকিন একজন গুরুত্বপূর্ণ নাম। তিনি ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত অবস্থায় চার্লস ব্যাবেজের ধারণা অনুসরণ করে একটি স্বয়ংক্রিয় গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন। তাঁর প্রচেষ্টার ফলেই ১৯৪৪ সালে তৈরি হয় Harvard Mark-I—যা ছিল বিশ্বের প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
Mark-I কম্পিউটারটি তৈরি হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও IBM (International Business Machines) কোম্পানির যৌথ উদ্যোগে। এটি ছিল বিশাল আকৃতির ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, গণনায় বিপ্লব আনা এক অসাধারণ আবিষ্কার।
তথ্যসূত্র:মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, Britannica.com

0
Updated: 2 months ago