বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫ টাকা হলে, ২০,০০০ টাকার ৫ বছরের সরল মুনাফা কত হবে?
A
১২,৭৫০ টাকা
B
১২,৫০০ টাকা
C
১২,০০০ টাকা
D
১৩,৫০০ টাকা
উত্তরের বিবরণ
সমাধান,
দেওয়া আছে,
আসল (P) = ২০,০০০ টাকা,
সময় (n) = ৫ বছর,
মুনাফার হার (r) = ১২.৫
∴ মুনাফা (I) = ?
আমরা জানি,
I = Prn/১০০ টাকা
= (২০,০০০ × ৫ × ১২.৫)/১০০ টাকা
= ১২,৫০০ টাকা,
∴ মুনাফা (I) = ১২,৫০০ টাকা।
0
Updated: 1 month ago
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
Created: 3 months ago
A
২৫%
B
২৮%
C
৩০%
D
৩২%
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
সমাধান:
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন
= ৩০ জন
0
Updated: 3 months ago
এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
Created: 3 months ago
A
৪৫% কমানো হয়েছে
B
৬.২৫% কমানো হয়েছে
C
৫% বাড়ানো হয়েছে
D
৬.২৫% বাড়ানো হয়েছে
প্রশ্ন : একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
সমাধান :
একটি পণ্যের মূল্য ২৫% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা।
অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে = (১২৫ - ১২৫ × ২৫/১০০) টাকা
= (১২৫ - ৩১.২৫) টাকা
= ৯৩.৭৫ টাকা।
সুতরাং সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কম = (১০০ - ৯৩.৭৫) টাকা।
= ৬.২৫।
0
Updated: 3 months ago
When the selling price is doubled, the profit becomes threefold. What is the percentage profit?
Created: 1 month ago
A
65%
B
100%
C
120%
D
250%
Question: When the selling price is doubled, the profit becomes threefold. What is the percentage profit?
Solution:
ধরি,
ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য = (100 + x) টাকা
∴ লাভ = (100 + x) - 100 টাকা = x টাকা
প্রশ্নমতে,
3x = 2(100 + x) - 100
⇒ 3x = 200 + 2x - 100
⇒ 3x = 100 + 2x
⇒ 3x - 2x = 100
⇒ x = 100
∴ লাভ = 100 টাকা
এখন,
লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × 100%
= (100/100) × 100%
= 100%
∴ লাভের শতকরা হার = 100%
0
Updated: 1 month ago