Which word is an antonym of "neophyte"?
A
Novice
B
Veteran
C
Compliant
D
Apprentice
উত্তরের বিবরণ
Neophyte একটি noun, যা বোঝায় এমন ব্যক্তি যিনি সম্প্রতি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এখনও শিখছেন বা অভিজ্ঞ নন। এটি সাধারণত নবদীক্ষিত বা শিক্ষানবিস বোঝাতে ব্যবহৃত হয়।
-
Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it
Bangla Meaning: নবদীক্ষিত; কোনো ধর্মমতে অধুনা দীক্ষিত ব্যক্তি; শিক্ষানবিস -
Correct Answer: খ) Veteran (বিপরীত অর্থে)
-
Synonyms: Beginner (নবিশ; অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ি), Amateur (অপেশাদার)
-
Antonyms: Expert (বিশেষজ্ঞ), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)
-
Other Option: Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত)
-
Example Sentences:
-
The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
-
Neophytes are assigned an experienced church member to guide them through their first year.
-
-
Source:
0
Updated: 1 month ago
Prometheus Unbound is a -
Created: 2 months ago
A
short story
B
poem
C
novel
D
lyrical drama
0
Updated: 2 months ago
"I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed." - Who quoted it?
Created: 1 month ago
A
Martin Luther King Jr.
B
Barack Obama
C
Nelson Mandela
D
Abraham Lincoln
“I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident that all men are created equal.” — এই উক্তিটি বিখ্যাত আফ্রিকান-আমেরিকান নেতা Martin Luther King Jr.-এর ১৯৬৩ সালের “I Have a Dream” শীর্ষক বক্তৃতা থেকে নেওয়া। বক্তৃতায় তিনি বর্ণবৈষম্য, অন্যায় এবং সামাজিক অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
• Martin Luther King Jr.:
-
জন্ম: ১৫ জানুয়ারী ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
একজন সমাজকর্মী এবং বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেন বিখ্যাত “I Have a Dream” ভাষণ
-
ভাষণে নিগ্রোদের প্রতি অত্যাচার এবং বৈষম্যের কথা তুলে ধরা হয়েছে
-
স্বপ্ন দেখেছেন বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত, সাম্য এবং শোষণমুক্ত সমাজের
-
১৯৬৪ সালে লাভ করেন Nobel Peace Prize
-
মৃত্যু: ১৯৬৮ সালের ৪ এপ্রিল, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত হন
0
Updated: 1 month ago
There is only ____ water in the bottle.
Created: 2 months ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)
0
Updated: 2 months ago