Which of the following is a synonym for "outlet"?
A
Inlet
B
Exit
C
Fame
D
Naval
উত্তরের বিবরণ
Outlet একটি noun, যার অর্থ কোনো জিনিস বা শক্তি প্রকাশ বা নিঃসরণ করার স্থান বা মাধ্যম, এছাড়া এটি একটি খুচরা দোকানও বোঝাতে পারে। সাধারণত পানি, বাষ্প বা মানুষ বের হওয়ার পথ হিসেবেও ব্যবহার করা হয়।
-
Outlet (noun)
English Meaning: A place or means of expressing or releasing something, such as emotions or energy; a retail store or shop where goods are sold
Bangla Meaning: পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ; নির্গমদ্বার -
Correct Answer: Exit
-
Synonyms:
-
Egress (আনুষ্ঠানিক) বহির্গমনের অধিকার; প্রস্থান
-
Escape (মুক্তি পাওয়া; পালিয়ে যাওয়া; বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া)
-
Exit ((সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার)
-
-
Antonyms:
-
Inlet (স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ বা প্রবেশপথ)
-
Entrance (প্রবেশদ্বার)
-
Ingress (আনুষ্ঠানিক প্রবেশ; প্রবেশন; প্রবেশাধিকার)
-
-
Other Options:
-
Fame (খ্যাতি; যশ)
-
Naval (নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত)
-
-
Example Sentences:
-
He plugged the charger into the wall outlet to recharge his phone.
-
The new Nike outlet at the mall offers last season's sneakers at discounted prices.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which idiom describes "feeling uncomfortable in a situation"?
Created: 1 month ago
A
A man of parts
B
A fool's paradise
C
A fish out of water
D
A hard nut to crack
A fish out of water একটি idiom যার অর্থ হলো কেউ কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছে।
-
ইংরেজি অর্থ: someone who is uncomfortable in a specific situation.
-
বাংলা অর্থ: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A man of parts → বহু বিষয়ে দক্ষ ব্যক্তি।
-
খ) A fool's paradise → অজ্ঞতা বা ভ্রান্তিতে সুখী থাকা।
-
ঘ) A hard nut to crack → কঠিন সমস্যা বা প্রতিদ্বন্দ্বী।
-
-
উদাহরণ বাক্য: I felt like a fish out of water at my new school.
-
বাংলায়: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।
-
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Bureaucret
B
Bureacrat
C
Bureaucrat
D
Bureaucrate
The correct spelling: Bureaucrat
-
Bureaucrat (noun)
-
English meaning: a member of a bureaucracy
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি
-
Example sentences:
-
The senior bureaucrat approved the policy after several rounds of discussion.
-
A skilled bureaucrat can balance efficiency with fairness in public administration.
Source:
0
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 2 months ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com
0
Updated: 2 months ago