The idiom "Cold blood" means:
A
Happy and joyful
B
Deliberately cruel
C
Nervous and anxious
D
Emotionally warm and kind
উত্তরের বিবরণ
In cold blood একটি idiom, যা বোঝায় কোনো কাজ সম্পূর্ণভাবে আবেগহীনভাবে বা নৃশংসভাবে করা, সাধারণত পরিকল্পিত বা পূর্বনির্ধারিত নির্মমতা বা হিংসার ক্ষেত্রে।
-
Cold-blood (idiom)
English Meaning: Without emotion or pity / deliberately cruel or callous
Bangla Meaning: নৃশংসভাবে; খুব ঠান্ডা মাথায় কিছু করা -
Correct Answer: Deliberately cruel
-
Other Options:
ক) Happy and joyful → বিপরীত অর্থ প্রকাশ করে (উষ্ণতা বোঝায়, নির্মমতা নয়)
গ) Nervous and anxious → সম্পর্কহীন (যেমন: jittery বা on edge)
ঘ) Emotionally warm and kind → সরাসরি বিপরীত (cold blood মানে আবেগহীন) -
Example Sentences:
-
The murderer killed the victim in cold blood.
-
Not many people can commit such heinous crimes in cold blood.
-
-
Source:
0
Updated: 1 month ago
_______ translated The Bible into English from Latin.
Created: 7 months ago
A
William Tyndale
B
John Wycliffe
C
Geoffrey Chaucer
D
Thomas More
John Wycliffe প্রথমবার ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা ল্যাটিন ভাষা থেকে করা হয়েছিল। তিনি এই কাজটি বাইবেলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছিলেন, কারণ তখন পর্যন্ত বাইবেল শুধুমাত্র ল্যাটিন ভাষায় ছিল এবং সাধারণ জনগণের জন্য এটি উপলব্ধ ছিল না।
John Wycliffe translated The Bible into English from Latin.
- তিনি The Middle English Period (1066-1500) এর একজন সুপরিচিত লেখক।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একাধারে English theologian, philosopher, church reformer হিসেবেও পরিচিত।
- He was the promoter of the first complete translation of the Bible into English অর্থাৎ তিনি সর্বপ্রথম বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে সফল্ভাবে অনুবাদ করেছিলেন।
- তিনি ছিলেন Protestant Reformation এর অন্যতম অগ্রদূত।
- তাঁকে the father of English prose বলা হয়ে থাকে।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 7 months ago
What is the closest meaning of the word “Obloquy”?
Created: 1 month ago
A
High praise
B
Secret admiration
C
Kind encouragement
D
Public criticism and disgrace
Obloquy (noun) অর্থ হলো গণধিক্কার, সমালোচনা বা অপযশ যা সম্মান ও মর্যাদা কমায়।
-
ইংরেজি অর্থ:
-
Strong public criticism
-
Loss of respect and honour
-
-
বাংলা অর্থ: গণধিক্কার; নিন্দা; অপযশ
-
Synonyms: Insult (নিন্দা), Disgrace (সমালোচনা), Abuse (গালাগালি), Censure (তীর্যক মন্তব্য), Affront (অপমান করা)
-
Antonyms: Approval (অনুমোদন), Flattery (স্তাবকতা), Respect (সম্মান), Honor (সম্মান, মর্যাদা), Compliment (প্রশংসা)
-
উদাহরণ বাক্য:
-
It is a modern, sentimental fiction that always to ladle virtue over the working-class characters and obloquy over the rich ones.
-
I do not mean to suggest that these wide receivers are uniquely deserving of obloquy.
-
সঠিক অর্থ: Public criticism and disgrace
0
Updated: 1 month ago
Why is Lydia’s elopement with Wickham dangerous for the Bennet family?
Created: 2 months ago
A
It ruins their wealth
B
It destroys their reputation
C
It angers Lady Catherine
D
It separates Jane and Bingley
১৮শ শতকের ইংল্যান্ডে মেয়ের পালিয়ে যাওয়া পুরো পরিবারের মান নষ্ট করত। Lydia যখন Wickham-এর সঙ্গে পালিয়ে যায়, Bennet পরিবারের সামাজিক সম্মান নষ্ট হয়। এতে Jane ও Elizabeth-এর বিয়ের সম্ভাবনাও হুমকির মুখে পড়ে। Darcy গোপনে Wickham-কে টাকা দিয়ে বিয়ে করতে বাধ্য করে, যাতে পরিবার বাঁচে। Austen দেখাতে চান—একজনের ভুল পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে।
0
Updated: 2 months ago