What does "buttress" mean when used as a verb?
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
উত্তরের বিবরণ
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:
0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 2 months ago
A
Bureaucracy
B
Beurocracy
C
Buerocracy
D
Bureaucrasy
Correct Answer
ক) Bureaucracy ✅
Explanation:
-
Bureaucracy (Noun)
-
Bangla Meaning: আমলাতন্ত্র।
-
English Meaning: Government system characterized by specialization of functions, strict adherence to fixed rules, and a hierarchy of authority.
-
-
অন্য সবগুলো বিকল্প কেবল উচ্চারণ অনুযায়ী ভুল বানান; সঠিক বানান কেবল Bureaucracy।
0
Updated: 2 months ago
Below the belt means -
Created: 1 month ago
A
In secret
B
Irrelevant
C
Disregarding the rules
D
Without question
“Below the belt” phrase-এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: disregarding the rules / unfair
-
Bangla Meaning: অন্যায়ভাবে
Example Sentence:
Do you think it's a bit below the belt what they're doing?
Bangla Meaning: তোমার কি মনে হয় যে তারা যা করছে তা অন্যায়।
Source:
0
Updated: 1 month ago
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
This famous line is spoken by-
Created: 1 month ago
A
Three Witches
B
Lady Macbeth
C
Macbeth
D
Duncan
“All the perfumes of Arabia will not sweeten this little hand” হলো William Shakespeare-এর বিখ্যাত নাটক Macbeth-এর একটি উদ্ধৃতি, যা Lady Macbeth Act V, Scene I-তে উচ্চারণ করেছিলেন। এই উক্তি তার গভীর অনুশোচনা ও অপরাধবোধকে প্রকাশ করে। নিচে নাটকটির প্রেক্ষাপট, চরিত্র ও লেখক সম্পর্কিত তথ্য দেওয়া হলো।
-
Macbeth হলো Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি, যেখানে একজন স্কটিশ অভিজাত ব্যক্তির পতনের কাহিনি তুলে ধরা হয়েছে।
-
এই ট্র্যাজেডিটি ১৬০৬-০৭ সালের দিকে রচিত হয় এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
-
Shakespeare রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত।
-
নাটকটি Scottish Play নামেও পরিচিত।
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর একজন বিশ্বস্ত সেনাপতি।
-
স্ত্রীর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করেন।
-
পরবর্তীতে Lady Macbeth অনুশোচনায় দগ্ধ হয়ে মানসিক ভারসাম্য হারান এবং পাগলপ্রায় অবস্থায় পতিত হন।
-
ধারণা করা হয় নাটকটি The Gunpowder Plot of 1605 (King James I of England এবং VI of Scotland-কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা)-এর প্রভাব থেকে রচিত হয়েছিল।
প্রধান চরিত্রসমূহ
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches ইত্যাদি
Macbeth-এর কিছু বিখ্যাত উক্তি
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Fair is foul, and foul is fair."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Life is a tale told by an idiot."
-
"Your face is a book, where man may read strange matters."
William Shakespeare (1564–1616)
-
জন্ম Stratford-upon-Avon-এ।
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং actor।
-
তাঁকে English national poet বলা হয়।
-
তাঁকে Bard of Avon বা Swan of Avon নামেও অভিহিত করা হয়।
-
Shakespeare মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
কিছু উল্লেখযোগ্য রচনা
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar।
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream।
-
Poem: Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis।
0
Updated: 1 month ago