• এই বিখ্যাত লাইনটি প্রতিপক্ষ চরিত্র ইয়াগো Othello-এর তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ওথেলোকে বলে। এটি প্রবল নাটকীয় ব্যঙ্গের মুহূর্ত, কারণ ইয়াগো ওথেলোর বিশ্বস্ত বন্ধু সেজে তাকে ঈর্ষার বিষয়ে সতর্ক করছে, অথচ সেই ঈর্ষার বীজ রোপণ ও লালন করেছে সে নিজেই। এ বক্তব্য নাটকটির মূল বিষয়বস্তুকেও তুলে ধরে।
What is the primary meaning of the verb "propitiate"?
A
To deliberately anger someone
B
To ignore someone's feelings
C
To challenge a deity or authority
D
To please and calm a god or person who is annoyed
উত্তরের বিবরণ
Propitiate একটি transitive verb, যা বোঝায় কোনো রাগান্বিত ব্যক্তি বা দেবতাকে শান্ত করা, সন্তুষ্ট করা বা প্রসন্ন করার জন্য কিছু করা। সাধারণত এটি আনুষ্ঠানিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Propitiate (Verb transitive)
English Meaning: To please and calm a god or person who is annoyed with you
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা -
Correct Answer: To please and calm a god or person who is annoyed
-
Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট করা), Appease (পরিতুষ্ট করা), Assuage (আশ্বাস দেওয়া)
-
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (কোপান্বিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ করা)
-
Other Forms:
-
Propitiation (noun): প্রসাদন; প্রায়শ্চিত্ত
-
Propitiatory (adjective): প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক
-
-
Example Sentences:
-
In those days, people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
-
He made an offering to propitiate the angry gods.
-
-
Source:

0
Updated: 1 day ago
Related MCQ
"Poets are the unacknowledged legislators of the world." - Who said this?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Percy Bysshe Shelley
C
Samuel Taylor Coleridge
D
Alexander Pope
“Poets are the unacknowledged legislators of the world.”
-
রচয়িতা: Percy Bysshe Shelley
-
উৎস: A Defence of Poetry (Essay, প্রকাশিত ১৮৪০)
বিস্তারিত আলোচনা:
-
Shelley-এর মতে কবিরাই মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার গুরুত্ব বোঝে।
-
কবিরা কল্পনার মাধ্যমে সমাজের আকার গঠনে সহায়তা করে।
-
এই উক্তিতে তিনি কবিদের অঘোষিত বিশ্ব আইনপ্রণেতা হিসেবে অভিহিত করেছেন।
-
গুরুত্বপূর্ণ উক্তি: "Poetry is a mirror which makes beautiful that which is distorted"
Percy Bysshe Shelley:
-
English Romantic poet
-
কবিতায় ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের চেতনাকে কেন্দ্র করে রচনা করেছেন
-
উল্লেখযোগ্য কবিতা:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
-
-
নাটক:
-
Prometheus Unbound
-
The Cenci
-
সারসংক্ষেপ:
Shelley বিশ্বাস করতেন কবিরা সমাজকে আকার দেওয়ার ক্ষমতা রাখে, যদিও তাদের প্রভাব সর্বদা স্বীকৃত হয় না।

0
Updated: 1 month ago
He played instead of _______ .
Created: 4 weeks ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 4 weeks ago
" O, beware, my lord, of jealousy; It is the green-ey'd monster, which doth mock The meat it feeds on"- quoted from?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
Hamlet

0
Updated: 2 weeks ago